তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না—তা যাচাইয়ে কমিটি গঠনে সরকারের আশ্বাসে সড়কের ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে তাদের কলেজভিত্তিক অন্যান্য কার্যক্রম চলমান থাকবে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের অন্যতম সংগঠক ও কলেজটির শিক্ষার্থী জাভেদ ইকবাল এসব তথ্য জানান।
ইকবাল বলেন, বিকালে তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম তিতুমীর কলেজের ১৪ শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন। সেখানে তারা বলেছেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না—তা যাচাইয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা ফিজিবিলিটি টেস্ট (সম্ভাব্যতা যাচাই) করবেন। সে আশ্বাস অনুযায়ী আপাতত রাজপথের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে কলেজভিত্তিক বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।
ঢাকার এই সরকারি কলেজের শিক্ষার্থীরা সোমবার মহাখালীর আমতলীতে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। তারা মহাখালী লেভেল ক্রসিং অবরোধ করলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। একটি ট্রেনে ঢিল ছুড়লে কয়েকজন যাত্রী আহতও হয়।
তবে পরদিন মঙ্গলবার নিঝর্ঞ্ঝাট দিন পার করে তারা। এদিন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে ‘তিতুমীর ঐক্য’ ব্যানারে মহাখালীর ক্যাম্পাসেই সীমাবদ্ধ ছিল শিক্ষার্থীদের কর্মসূচি।