একজনের স্বপ্ন পূরণ আরেকজনের লক্ষ্য পূরণ। বিসিবির পাঠানো ছোট ভিডিওবার্তায় জাতীয় টেস্ট দলের দুই নতুন মুখ নিজেদের ভাবনা এভাবেই তুলে ধরেছেন।
মাহিদুল ইসলাম অঙ্কনের প্রথম টেস্টের অভিজ্ঞতা একেবারে বাজে ছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ারের প্রথম ইনিংসে আউট হয়েছিলেন শূণ্য রানে। দ্বিতীয় ইনিংসে ২৯ রান করলেও দল হেরেছিল ইনিংস ব্যবধানে।
বিপরীতে জাকের আলির শুরুটা হয়েছে আনন্দের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার সঙ্গেই মিরপুরে নিজের অভিষেক টেস্ট ফিফটি পেয়েছেন। অবশ্য ব্যক্তিগত আনন্দের রেশ ছড়িয়ে যেতে পারেনি দলে। ওই টেস্টে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
একটি করে টেস্টের স্মৃতি পেছনে রেখে দুজনেই উইন্ডিজে নতুন অভিযানে নামছেন। টেস্ট সিরিজের আগে উইন্ডিজ একাদশের সঙ্গে দুইদিনের প্রস্তুতি ম্যাচে ভালো করেছেন এ দুই ব্যাটার। দুজনে গড়েছিলেন ৮১ রানের জুটি।
প্রস্তুতি ম্যাচের এই জুটির অভিজ্ঞতা জাকেরের কাছে কার্যকর মনে হয়েছে। বিসিবির পাঠানো বার্তায় মাহিদুলের প্রশ্নে জাকের বলেছেন, “পরিকল্পনা ছিল উইকিট ও কন্ডিশন বুঝে খেলা। এখানে তো আমরা নতুন। তাই আগে উইকেট বোঝার চেষ্টা করেছি। উইকেট একটু স্লো ছিল। আমরা দুজনই ভালো জুটি গড়েছিলাম। এই প্রস্তুতিটা আমাদের আগে থেকেই ছিল। সেটা অনশীলন ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করেছি।”
মাহিদুলকে জাকের ম্যাচ নিয়ে প্রশ্ন করেননি। টেস্ট ক্রিকেটার হওয়ার অনুভূতি জানতে চেয়েছেন তার থেকে। মাহিদুল বলেছেন, “বাংলাদেশের হয়ে খেলতে পারা সবসময়ই বিশেষ। ছোট বেলা থেকে স্বপ্ন ছিল টেস্ট ক্রিকেটার হবো। আমার বাবা-মা’রও স্বপ্ন ছিল আমাকে টেস্ট ক্রিকেটার হিসেবে দেখবেন। সেটা হওয়ায় আমি খুব খুশি।”