Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

গানে কথায় প্রতিবাদী কণ্ঠস্বর সায়ানের সলো কনসার্ট

singer-sayan-concert-at-shilpokola
[publishpress_authors_box]

আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফারজানা ওয়াহিদ সায়ানের একক কনসার্ট ‘গানে গানে সায়ান’।

শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিতব্য এই কনসার্টে নিজের সব গান পরিবেশন করবেন সায়ান। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।

গানে কথায় প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত সায়ান। একাধারে শিল্পী-সুরকার ও গীতিকার তিনি। নিজের গানই করেন তিনি। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়ে হোক কিংবা দেশের যে কোনও রাজনৈতিক অনাচার-অত্যাচারের বিরুদ্ধে মানুষের পক্ষে লড়ছেন এ শিল্পী। সেই সব গান নিয়েই ‘গানে গানে সায়ান’ কনসার্ট। অনেকদিন পর সলো কনসার্টে গাইবেন এ শিল্পী।

কনসার্ট নিয়ে সায়ান বলেন, “আজব কারখানার আয়োজনে অনেক অনেকদিন পর একটা একক গানের আসরে গান গাইবো। অনেক কিছু হলো এর মাঝে। গানের মানুষ হিসেবেই সেই সব তীব্র সময়ের দুঃখ, বেদনা আবার নতুন দিনের আশা আকাঙ্ক্ষার আবেশ নিয়েই হাজির থাকতে চাই সেই আসরে। আপনাদের সঙ্গ সবসময়ই আমার শক্তি।”

এ প্রসঙ্গে আয়োজক আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও জয় শাহরিয়ার বলেন, “সায়ান আপা আমার ও আমাদের প্রিয় শিল্পী। তিনি কনসার্টে সেভাবে উপস্থিত থাকেন না, নিজের মতো নিভৃতেই নিজের সংগীত চর্চা করেন। কিন্তু আমি জানি আমার মতোন অনেকেই তার গান শুনতে উন্মুখ হয়ে থাকে। তাই আমাদের এই আয়োজন গানে গানে সায়ান। আজব কারখানা সবসময় চেষ্টা করবে এমন ভিন্নধরনের আয়োজনের। ঘুরে ফিরে সেই একই ব্যান্ড আর শিল্পীদের কনসার্টের বাইরে এসে সব ধরনের শ্রোতাদের জন্য গানের আয়োজনই আমাদের মূল উদ্দেশ্য।”

গানে গানে সায়ানের টিকেট পাওয়া যাচ্ছে ‘গেটসেটরক ডটকম’ এ। তিন ধরনের টিকেটের মূল্য ৫০০, ৭০০ ও ১০০০ টাকা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত