আইপিএলের গত আসর ভালো যায়নি হার্দিক পান্ডিয়ার। ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে অধিনায়ক হিসেবেও ব্যর্থ ছিলেন এই অলরাউন্ডার। যার ফলে ২০২৫ সালের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তাকে দেখতে না পাওয়ার গুঞ্জন ওড়াওড়ি করছিল। যদিও মুম্বাইয়ের অধিনায়ক হার্দিকই থাকছেন। তবে দুঃসংবাদ তাকে ঘিরে। আইপিএলের শুরুতে অধিনায়ককে পাচ্ছে না মুম্বাই।
নিষেধাজ্ঞার কারণে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে পারবেন না হার্দিক। গত মৌসুমের শাস্তি নতুন আসরে পাচ্ছেন এই অলরাউন্ডার। ২০২৪ সালের আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন হার্দিক। ওই আসরে নিজেদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল মুম্বাই। ম্যাচটিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বোলিং শেষ করতে পারেনি মুম্বাই। এক আসরে তৃতীয়বার স্লো ওভার রেটের শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হন অধিনায়ক হার্দিক।
প্লে-অফ খেলতে না পারায় লিগ পর্বে লখনউয়ের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিল মুম্বাই। ফলে নিষেধাজ্ঞার শাস্তি কাটানোর জন্য কোনও ম্যাচ ছিল না ২০২৪ সালের আসরে। যে কারণে সেটি কার্যকর হচ্ছে ২০২৫ সালের আইপিলের প্রথম ম্যাচে।
গতবার গুজরাট জায়ান্টস থেকে মুম্বাইয়ে ফিরেছেন হার্দিক। ফিরেই রোহিত শর্মার জায়গায় অধিনায়ক হয়েছেন। কিন্তু নেতৃত্বের সামর্থ্য দেখাতে ব্যর্থ হয়েছেন। গত আসরে হার্দিকের নেতৃত্বে ১৪ ম্যাচের ১০টিতে হেরেছিল মুম্বাই। ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছিল মুম্বাই।