Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সেই পার্থেই অস্ট্রেলিয়ার পেসারদের শাসন করছে ভারত

দ্বিতীয় ইনিংসে দাঁড়িয়ে গেছেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। তাদের আউটই করতে পারেনি অস্ট্রেলিয়া। ছবি: এক্স
দ্বিতীয় ইনিংসে দাঁড়িয়ে গেছেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। তাদের আউটই করতে পারেনি অস্ট্রেলিয়া। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বল হাতে এক-একটা যেন গোলা ছুড়ছিলেন পেসাররা। মিচেল স্টার্ক-জশ হ্যালেজউডের বলে দিশেহারা হয়ে পড়েছিলেন ভারতের ব্যাটাররা। এরপর জসপ্রিত বুমরা-হরষিত রানার তোপে অসহায় আত্মসমর্পণ করেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। পার্থ টেস্টের প্রথম দিনে এই ছিল অবস্থা। অথচ দ্বিতীয় দিনেই পাল্টে গেল চিত্র। যে পিচে কঠিন সংগ্রাম করতে হয়েছিল, সেই পিচেই অস্ট্রেলিয়ান পেসারদের শাসন করছেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল।

দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং পুরোপুরি পাল্টে গেছে। ব্যর্থতা ঝেরে দাপট দেখাচ্ছে পার্থের পিচে। দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১৭২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। তাতে ভারতের লিড বেড়ে দাঁড়িয়েছে ২১৮ রানে।

প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের পেসাররা। তাদের দাপটে ১০৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চমৎকার পারফর্ম করে যাচ্ছেন জয়সওয়াল ও রাহুল। ১৭২ রানে জুটিতে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন তারা। জয়সওয়াল অপরাজিত ৯০ রানে। আর রাহুল তৃতীয় দিন শুরু করবেন ৬২ রান নিয়ে।

প্রথম ইনিংসে মাত্র ৮ বলে খেলে শূন্য রানে আউট হয়েছিলেন জয়সওয়াল। ওই ব্যর্থতা দারুণভাবে কাটিয়ে উঠেছেন বাঁহাতি ওপেনার। অপরাজিত ৯০ রানের ইনিংস খেলার পথে নতুন একটা রেকর্ডও গড়েছেন তিনি। টেস্টের একপঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার মারার রেকর্ড এখন তার দখলে।

দ্বিতীয় দিন পর্যন্ত দুটি ছক্কা মেরেছেন জয়সওয়াল। প্রথমটি মেরে ছুঁয়ে ফেলেন ২০১৪ সালে ব্রেন্ডন ম্যাককালামের গড়া ৩৩ ছক্কার রেকর্ড। খানিক পর তাকে ছাড়িয়ে ৩৪ ছক্কার নতুন রেকর্ড গড়েন ভারতীয় ওপেনার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত