সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহের শেষ দিকে এবং আগামী সপ্তাহের প্রথম দিকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী ২৭ নভেম্বরের পর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হতে পারে।
রবিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুননেছা সকাল সন্ধ্যাকে এই তথ্য জানিয়েছেন।
কাজী জেবুননেছা বলেন, “নভেম্বরের আগাম পূর্বাভাসেই ছিল চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। এটিই হচ্ছে সেই একটি।
”দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশ এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন ‘ক্লিয়ার লঘুচাপে’ পরিণত হয়েছে।”
তিনি বলেন, “সাগরে ‘সাউথ ইস্ট বে’ —যেটা আমাদের রয়েছে, সেখানে লো প্রেসার তৈরি হয়েছে। তবে আমাদের দেশে তার সম্ভাবনা নেই। যদিও এর প্রভাবে দেশের কোস্টাল এলাকা যেমন- বরিশাল, খুলনা ও চট্টগ্রামে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হবেও। তবে তা নিয়েও শঙ্কার কিছু নেই।“
লঘুচাপের গতিপথ কেমন হবে—প্রশ্নে কাজী জেবুননেছা বলেন, “উত্তর ভারত আরও স্পষ্ট করে বললে তামিলনাড়ুর দিকে যাবে।”
দেশে শীতের কী অবস্থা প্রশ্নে তিনি বলেন, “এখনও ডিসেম্বর শুরু হয়নি। আমাদের দেশে শীত হলো ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি। যদিও উত্তরবঙ্গে কিছুটা শীত চলছে, মূলত শীত তো আসেই উত্তরবঙ্গ হয়ে। সেটাই হচ্ছে এখন।”
এদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রবিবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং পুরো দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সোমবার ভোররাত থেকে ভোর অবদি দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।
আরও আভাস দেওয়া হয়েছে, উল্লেখিত সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।