Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

শপথ নিলেন সিইসি ও চার নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার  এ এম এম নাসির উদ্দীনকে রবিবার শপথবাক্য পড়ান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনকে রবিবার শপথবাক্য পড়ান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
[publishpress_authors_box]

নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে শপথ নিয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। পাশাপাশি নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন চারজন।

রবিবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান।

শপথ নেওয়া চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শূন্যতা পূরণে দেশে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। গত ৮ আগস্ট নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের গুরুত্বপূর্ণ সব দপ্তরের শীর্ষ পদে আসে পরিবর্তন। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারাও পদত্যাগ করে সরে দাঁড়ান।

এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে বিদায় নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দীন এবং চার কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ।

এর প্রায় আড়াই মাস পর গত ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

রবিবার নতুন সিইসি হিসেবে শপথ নেওয়া এ এম এম নাসির উদ্দীনের জন্ম ১৯৫৩ সালের ১ জুলাই। বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করার পর তিনি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৭৭ সালে। দুই বছর পর ১৯৭৯ সালে বিসিএস-এ উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন।

কর্মজীবনে তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন এ এম এম নাসির উদ্দীন। এরপর পরিকল্পনা বিভাগের সদস্য হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। বিদ্যুৎ-জ্বালানি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়েরও সচিব ছিলেন বর্তমান সিইসি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত