ম্যানচেস্টার সিটি পিছলে পড়ায় পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ হয়েছিল লিভারপুলের। মাঠে নিজেদের কাজ করতে হবে। তবেই সিটিজেনদের সঙ্গে শীর্ষস্থানের দুরত্ব বাড়াতে পারবে তারা। সেই কাজ বেশ ভালো ভাবেই করল লিভারপুল। নিজেদের ম্যাচ জিতে ম্যানসিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে রইল অলরেডরা।
সাউদাম্পটনের মাঠে পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছে লিভারপুল। ৩-২ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। ২-১ গোলে পিছিয়ে পড়ার পর সালাহ জোড়া গোল করেন। ১২ ম্যাচে পাওয়া দশম জয়ে ৩১ পয়েন্ট হলো লিভারপুলের।
সাউদাম্পটনের মাঠে ৩০ মিনিটে গোালের সূচনা করে লিভারপুল। পরে ৪২ ও ৫৬ মিনিটে দুই গোল করে এগিয়ে যায় সাউদাম্পটন। পরে ৬৫ মিনিটে ফিল্ড গোল ও ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিশর তারকা।
এদিকে ইপসউইচ টাউনের মাঠে নতুন কোচ রুবেন আমোরিমের প্রথম ম্যাচে ড্র করেছে ম্যানচেস্টাইর ইউনাইটেড। মাত্র ২ মিনিটে রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যানইউ ৪৩ মিনিটে গোল হজম করে। এরপর আর লিড বাড়াতে পারেনি তারা। এই ড্রয়ে আরও পিছিয়ে ম্যানইউ। তাদের অবস্থান এখন ১২তম।