মঞ্চটা বিশ্বকাপ বাছাই পর্ব। সেখানেই কিনা ৭ রানে অলআউট কোনো দল! না, ভুল নয়। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নাইজেরিয়ার কাছে ৭ রানেই অলআউট হয়ে গেছে আইভরিকোস্ট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সর্বনিম্ন রানের স্কোর। দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়া অলআউট হয়েছিল ১০ রানে, সেই বিশ্ব রেকর্ডটা এখন দিদিয়ের দ্রগবার দেশ আইভরিকোস্টের।
নাইজেরিয়ার লাগোসে তাফাওয়া বেলেওয়া স্কয়ার ক্রিকেট ওভালে রবিবার শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ২৭১ রান করেছিল নাইজেরিয়া। ওপেনার সেলিম সালাউ করেন ৫৩ বলে ১১২।
সেই ম্যাচেই কিনা ব্যাট করতে নেমে আইভরি কোস্ট অলআউট ৭ রানে। গত মাসেই এই আইভরিকোস্ট সিয়েরা লিওনের কাছে অলআউট হয়েছিল ২১ রানে। এবার ১০ রানও করতে পারেনি তারা।
আউট হওয়া ১০ ব্যাটারের মধ্যে ৬ জনই রানের খাতা খোলার আগে বিদায় নেন। আরেকজন অপরাজিত ছিলেন ০ রানে। ওপেনার কোয়াতেরা মোহাম্মদ করেন সর্বোচ্চ ৪।
নাইজেরিয়া জিতেছে ২৬৪ রানে, সেটাও সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড নয়! সবচেয়ে বড় জয়ের রেকর্ডটা গত মাসে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ২৯০ রানের। নাইজেরিয়ারটা তালিকায় তৃতীয়।
তারা খেলেছে ৭.৩ ওভার বা ৪৫ বল। তাতে সবচেয়ে কম বলে অলআউটের রেকর্ডটা হয়নি আইভরিকোস্টের। ২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে রুয়ান্ডা অলআউট হয়েছিল ৩৭ বলে, করেছিল ২৪ রান।