বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফজলুল করিম নামে একজন নিহতদের ঘটনায় ঢাকার উত্তরা পূর্ব থানায় করা হত্যা মামলায় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের প্রায় এক মাস পর সেই সরকারের আমলে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পালন করা আব্দুল্লাহ আল মামুনকে গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
সর্বশেষ একটি হত্যা মামলায় তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদে অনুমতি দিল আদালত।
সাবেক আইজিপি মামুনকে সোমবার আদালতে হাজির করে ফজলুল করিম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশে পরিদর্শক মো. মাহমুদুর রহমান।
অন্যদিকে মামুনের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন চেয়ে আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়।
ফজলুল করিম হত্যা মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। বিকাল সাড়ে ৪টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন ফজলুলসহ অনেকে। ওইদিন রান ৯টা ১৯ মিনিটের দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে আসামি তালিকায় ৬ নম্বরে রয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম।
আমুসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ চারজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অপর তিনজন হলেন– সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
বিভিন্ন থানায় দায়ের করা মামলা তাদের নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।