Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

দাপুটে জয়ে শুরু ভারতের

india1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ইনজুরির মিছিল লেগেছিল পার্থ টেস্ট শুরুর আগে। ছিলেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাও। প্রথম ইনিংসে দুঃস্বপ্নের ব্যাটিংয়ে ভারত অলআউট মাত্র ১৫০ রানে।

তারপরও হারার আগে না হারার মানসিকতায় তীব্র লড়াই করল ভারত। তাতেই ধরাশায়ী অস্ট্রেলিয়া। পার্থ টেস্টে জাসপ্রিত বুমরার দল তাদের হারাল ২৯৫ রানের বড় ব্যবধানে।

অস্ট্রেলিয়ার হারটা ছিল সময়ের অপেক্ষা। কেননা দ্বিতীয় ইনিংসে ভারত ৪৮৭ রানে ইনিংস ঘোষণার পর জয়ের জন্য তাদের লক্ষ্য ছিল ৫৩৪ রান। জবাবে তারা তৃতীয় দিন শেষ করে ৩ উইকেটে ১২ রানে।

 সোমবার চা বিরতির পর প্যাট কামিন্সের দল অলআউট ২৩৮ রানে। তাতে পাঁচ টেস্টের সিরিজটা দাপুটে ২৯৫ রানের জয়ে শুরু করল ভারত। ২০১৮ সালে উদ্বোধনের পর এবারই প্রথম পার্থ স্টেডিয়ামে হারল অস্ট্রেলিয়া, জিতেছিল আগের চার টেস্টেই।

দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নিয়েছেন বুমরা ও সিরাজ। ছবি : ক্রিকইনফো

রেকর্ডও হয়েছে এই জয়ে। প্রথম ইনিংসে এত কম রান করার পরও ২৯৫ রানের জয়টা দ্বিতীয় সেরা। এর আগে ১৯৯১ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৯-এ গুটিয়েও ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৩৪৩ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে ট্রাভিস হেড ৮৯ ও মিচেল মার্শ ৪৭ ও অ্যালেক্স ক্যারি করেছিলেন ৩৬ রান। অস্ট্রেলিয়ার হারের ব্যবধানই তাতে শুধু কমেছে। ৩টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরা ও মোহাম্মদ সিরাজ। শেষ উইকেটটি নেন হর্ষিত রানা। তাতে ভারতের সব বোলারই পান অন্তত একটি করে উইকেট।

৮৯ রান করা হেডকে ফিরিয়ে ভারতীয়দের ‍উল্লাস। ছবি : ক্রিকইনফো

দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা জাসপ্রিত বুমরা। অথচ তার বেলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করেছে অস্ট্রেলিয়ান মিডিয়া!

ভারত: ১৫০ ও ৪৮৭/৬ (জয়সওয়াল ১৬১, কোহলি ১০০*, রাহুল ৭৭, নীতিশ ৩৮*; লায়ন ২/৯৬, হ্যাজেলউড ১/২৮)। 

অস্ট্রেলিয়া: ১০৪ ও ২২২ (হেড ৮৯, মার্শ ৪৭, ক্যারি ৩৬, স্মিথ ১৭; বুমরা ৩/৪২, সিরাজ ৩/৫১, সুন্দর ২/৪৮)। 

ফল: ভারত ২৯৫ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : জাসপ্রিত বুমরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত