ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া রায় বাতিলের দাবিতে সোমবার রাজধানী ঢাকার আগারগাঁও মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে চালকরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল ১০টার দিকে আগারগাঁও মোড় অবরোধ করে আন্দোলনরত অটোরিকশা চালকরা। এরপর দাবি আদায়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে তারা। এসময় মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়; ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দুপুর ২টার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তারা।
আন্দোলনরত চালকদের একজন হামিদুর রহমান সকাল সন্ধ্যাকে জানান, অটোরিকশা নিষিদ্ধ করে হাই কোর্টের দেওয়া রায় বাতিল দাবিতে সকাল ১০টার দিকে অবস্থান নেন তারা। পুলিশের আশ্বাসে সোমবারের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এদিকে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে ব্যাটারিচালিত রিকশা চালকদের টানা কয়েকদিনের বিক্ষোভের প্রেক্ষাপটে সোমবার হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ এই আবেদন করল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মুহাম্মদ আজমী জানিয়েছেন, তাদের আবেদনের ওপর সোমবার দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয় হাই কোর্ট। প্যাডেলচালিত রিকশা মালিকদের তিনটি সংগঠনের ঐক্য জোটের নেতাদের এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশনের কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।
একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে হাই কোর্ট।
হাই কোর্টের এ আদেশের পরদিন থেকেই রাজধানীজুড়ে টানা বিক্ষোভ-অবরোধ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা; বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটছে।
ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভের কারণে গত কয়েক দিন ধরে ঢাকায় ব্যাপক যানজট দেখা দেয়। ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের।
এমন পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।