Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
Beta
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

নতুন মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী মান্নান

সাবেক মন্ত্রী এম এ মান্নান।
সাবেক মন্ত্রী এম এ মান্নান।
[publishpress_authors_box]

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিএনপির এক কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালত মান্নানের জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন তার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম সেফু।

তিনি জানান, এজাহারে উল্লেখিত ঘটনার সময় মান্নান ঢাকায় ছিলেন। দ্রুত বিচার আইনের মামলায় জামিন পেয়ে তিনি জামিনের অপব্যবহার করেননি। এই মামলায়ও তিনি জামিনযোগ্য। তাছাড়া এই ঘটনায় বাদীপক্ষের আইনজীবীরা স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তাই আদালত তার জামিন মঞ্জুর করেছে।

শেখ হাসিনার ২০১৮-২৩ সরকারের পরিকল্পনামন্ত্রী মান্নান সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দুই বারের এই সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য।

গত ১৯ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে তাকে প্রধান আসামি করে মামলাটি করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর। জগনন্নাথপুর থানায় করা এই মামলায় আরও ৪৮ জনের নাম উল্লেখ করা হয়।

এই মামলার খবরে বিস্মিত হওয়ার কথা সকাল-সন্ধ্যাকে জানিয়েছিলেন কিছু দিন আগে আরেক মামলায় জামিনে মুক্তি পাওয়া মান্নান। নতুন মামলায় যাকে ১ নম্বর সাক্ষী করা হয়, নিজের নাম দেখে অবাক হন তিনিও।

জামিন পাওয়ার প্রতিক্রিয়ায় সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান সকাল-সন্ধ্যাকে বলেন, “আমি কোনও অপরাধ করিনি। তাই আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করেছি। আদালতে বলেছি, আমি ৮০ বছরের কাছাকাছি বয়সী মানুষ। আমি চার জেলায় জেলা ম্যাজিস্ট্রেট ও দুই মহকুমায় মহকুমা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছি।

“আইন সম্পর্কে আমি জ্ঞাত। এর আগেও একটি মামলায় আমি জামিনে রয়েছি। আমি আগেও পালিয়ে যাইনি। এখনও পালাব না। আদালত আমার বক্তব্য ও আমার আইনজীবীদের আবেদন বিবেচনায় নিয়ে আমাকে জামিন দিয়েছেন। আমি সন্তুষ্ট।”

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা-কর্মীরা পালিয়ে বেড়ালেও মান্নান নিজের এলাকা সুনামগঞ্জেই ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের ওপর হামলার এক মামলায় গত ১৯ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার মুক্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

গত ১০ অক্টোবর ওই মামলায় জামিনে মুক্তি পান সুনামগঞ্জ-৩ আসনের চারবারের এই সংসদ সদস্য।

সাবেক সরকারি কর্মকর্তা মান্নান ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই আসন থেকে প্রথম সংসদ সদস্য হন। নবম সংসদে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি।

২০১৪ সালে দশম সংসদে জয়ী হওয়ার পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এম এ মান্নান। ২০১৮ সালে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে পান পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব।

সর্বশেষ গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছিলেন এম এ মান্নান।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত