Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আইপিএল নিলাম : কোটি রুপির ১৩ বছর বয়সী ক্রিকেটার

মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে সুযোগ পেয়ে গেলেন বৈভব সূর্যবংশী। ছবি: এক্স
মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে সুযোগ পেয়ে গেলেন বৈভব সূর্যবংশী। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বয়স মাত্র ১৩। এই বয়সেই ইতিহাস লিখে চলেছেন বৈভব সূর্যবংশী। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে নাম ওঠায় হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এবার নিলামে দলও পেয়ে গেলেন। বিহারের এই ক্রিকেটারকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

সোমবার (২৫ নভেম্বর) আইপিএল নিলামের দ্বিতীয় দিনে দল পেয়েছেন বৈভব। ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে পাওয়ার দৌড়ে নিলাম টেবিলে লড়াই হয়েছে রাজস্থান ও দিল্লি ক্যাপিটালসের। শেষ পর্যন্ত সফল রাজস্থান। ১৩ বছর বয়সী ক্রিকেটারকে পেতে কোটি রুপি খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০১১ সালের ২৭ মার্চ জন্ম বৈভবের। বাঁহাতি টপ অর্ডার ব্যাটার তিনি। সঙ্গে বাঁহাতি স্পিনেও কার্যকরী হয়ে উঠতে পারেন। আইপিএল নিলামে নাম ওঠায় তাকে নিয়ে আলোচনা বেশি হয়েছে। তবে তার আগেই ভারতীয় গণমাধ্যমে শিরোনামে এসেছেন কয়েকবার। যার মধ্যে অন্যতম মাত্র ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক হওয়ার সময়টা।

কিছুদিন আগে ভারত অনূর্ধ্ব-১৯ দলেও সুযোগ পেয়েছেন বৈভব। চেন্নাইতে খেলেছেন অস্ট্রেলিয়ান সফরকারী দলের বিপক্ষে। চেন্নাইয়ে চার দিনের ম্যাচের প্রথমটিতে মাত্র ৫৮ বলে পেয়েছিলেন সেঞ্চুরি। শুধু তা-ই নয়, ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও করেছেন তিনি। বিহারের রণধীর ভার্মা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে ৩০০ ছাড়ানো ইনিংস খেলে আলোচনার জন্ম দিয়েছিলেন এই বৈভব।

এবার আইপিএলেও সুযোগ পেয়ে গেলেন তিনি। বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্টটির সামনের সংস্করণ যখন মাঠে গড়াবে, তখন তার বয়স হবে ১৪। এই বয়সে একজন ক্রিকেটার বিশ্বের সেরা সব খেলোয়াড়ের বিপক্ষে লড়বেন। সেই লড়াইয়ে বৈভব কী করেন, সেটা দেখার অপেক্ষায় নিশ্চয় থাকবে ক্রিকেটবিশ্ব।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত