দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর আরও জানিয়েছে, এর প্রভাবে দেশের চার বিভাগে আগামী বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা মঙ্গলবার সকাল সন্ধ্যাকে বলেন, “একটি নিম্নচাপ হয়েছে সাগরে। সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে বাংলাদেশ থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে রয়েছে সেটি। ফলে দেশের ওপর এর প্রভাব খুব বেশি পড়বে না।
“তারপরও সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সাগর যেহেতু উত্তাল, তাই মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।”
তিনি বলেন, “এক নম্বর সতর্ক সংকেত থেকে আপাতত এটি আর বাড়ছে না। তবে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। তবে সেটা ভারি হবে না বলে মনে হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।”
ঢাকায় শীত এখনও সেভাবে আসেনি মন্তব্য করে আফরোজা সুলতানা বলেন, “শীত পুরোপুরি না পড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।”
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে বলেছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে এদিন সকাল ৬টার দিকে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে, যার প্রভাবে বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া সারাদেশে রাতের সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবারের আবহাওয়া সম্পর্কে অধিদপ্তর পূর্বাভাসে বলেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ এদিন সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর এসময় সর্বনিম্ন তাপমাত্রা দেখে তেঁতুলিয়ার মানুষ, ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।