ভারতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রসার ভারতী নিয়ে এলো নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম। ফলে মুকেশ আম্বানির জিওস্টার, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম এখন চ্যালেঞ্জের মুখে। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রীয় মালিকানার এই ওটিটি প্ল্যাটফর্ম বাজারে কঠিন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে।
প্রসার ভারতীর নতুন এই ওটিটি প্ল্যাটফর্ম-এর নাম ‘ওয়েভস’। সম্প্রতি ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঘটে গেছে ওয়েভস-এর অভিষেক। জানা গেছে, ‘ওয়েভস’ অ্যাপটি ভারতের অনেকগুলো ভাষায় ব্যবহার করা যাবে। গুগল প্লেস্টোরেও পাওয়া যাবে এই অ্যাপ। আর আইফোন ব্যবহারকারীদের জন্য পাওয়া যাবে অ্যাপল স্টোরে। তবে এই অ্যাপ ব্যবহারের জন্য কোনো সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই।
ওটিটি প্ল্যাটফর্মটিতে ৬৫টি চ্যানেলের সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে। এছাড়াও ভিডিও এবং গেমিং কনটেন্টের জন্য আছে পৃথক ব্যবস্থা। পাশাপাশি অনলাইন শপিং সুবিধাও পাওয়া যাবে অ্যাপটিতে।
‘ওয়েভস’ বর্তমানে ১২টিরও বেশি ভাষায় সেবা দিচ্ছে, এবং ভবিষ্যতে আরও ভারতীয় ভাষা এতে যুক্ত করার পরিকল্পনা আছে বলে জানা গেছে। প্রসার ভারতীর দেওয়া তথ্য অনুযায়ী, এই অ্যাপটি ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের স্বতন্ত্র রুচি ও পছন্দকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।
ভারতের বাজার বিশেষজ্ঞরা বলছেন, ‘ওয়েভস’ জিওস্টার, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমকে তীব্র প্রতিযোগিতার মধ্যে ফেলে দিতে পারে। কারণ এই ওটিটি প্ল্যাটফর্মের বিশেষ দিকটি হলো এটি সম্পূর্ণ ফ্রি।
তবে, ‘ওয়েভস’ দর্শকদের কেমন কন্টেন্ট উপহার দিতে যাচ্ছে সেটাই আসল কথা। দিনশেষে কন্টেন্টের ওপরই নির্ভর করছে প্ল্যাটফর্মটির সফলতা।