Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

এবার ইনসাফ হবে: লতিফুল ইসলাম শিবলী

latiful-islam-shibli-film-sanction-comittee
[publishpress_authors_box]

চলচ্চিত্র অনুদান কমিটিতে লতিফুল ইসলাম শিবলীকে যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে গত ৭ অক্টোবর পুরনো কমিটি বাতিল করে পুনর্গঠন করা হয় এই কমিটি। তবে সেই কমিটি থেকেও নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েছে রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামালের নাম।

গীতিকার হিসেবে খ্যাত লতিফুল ইসলাম শিবলী ইতিমধ্যে দায়িত্ব পেয়েছেন নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক হিসেবে। নতুন করে দায়িত্বপ্রাপ্ত হলেন জাতীয় চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবে।

দায়িত্ব পেয়ে রাজনৈতিক প্রভাবের বাইরে দাঁড়িয়ে যোগ্যদের অনুদান দেয়ার অঙ্গীকার জানালেন তিনি।

সকাল সন্ধ্যাকে দেয়া প্রতিক্রিয়ায় শিবলী বলেন, “চলচ্চিত্রের জন্য কাজ করা যাবে। চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবো। এর আগে ফ্যাস্টিস্টরা পরিবারকেন্দ্রিক চলচ্চিত্রকে প্রাধান্য দিয়ে অনুদান প্রক্রিয়াকে বিতর্কিত ও কলুষিত করেছে। আশা করি, এবার ইনসাফ হবে, যারা ভালো কাজ করবে তারা অগ্রাধিকার পাবে। আমাদের সংগ্রাম, আমাদের ঐতিহ্য, সংস্কৃতিকে যারা তাদের কাজের মধ্য দিয়ে তুলে ধরতে চাইবে, তাদের জন্য আমরা সততার সাথে দায়িত্ব পালন করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ । আমি সম্মানিত অনুভব করছি, সরকার আমাকে এমন একটি দায়িত্বে যুক্ত করেছে।”

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের ৭টি অগ্রাধিকার কার্যক্রমের একটি ‘রিমেম্বারিং মুনসুন রেভুলেশন’ এর অধীনে নজরুলের গান নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন শিবলী। এ উদ্যোগে নজরুলের দ্রোহ ও উদ্দীপনামূলক গানগুলো ‘রক অ্যালবাম’ তৈরি এবং সেটির প্রকাশনা উপলক্ষে ‘ওপেন এয়ার কনসার্ট’ এর আয়োজন করতে যাচ্ছেন তিনি।

শিবলী জানান, ২০টি রক ব্যান্ড এর পরিবেশনায় অ্যালবামের গানগুলো তৈরি হবে। তারাই পারফর্ম করবেন ‘নজরুল কনসার্ট’- শিরোনামের ওই অনুষ্ঠানে।

এ প্রসঙ্গে শিবলী বলেন, “আমরা জানি, চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে সবচেয়ে প্রাসঙ্গিক কবি ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম । নজরুল ইনস্টিটিউট, এই দ্রোহের চেতনাকে তরুণদের মাঝে জাগ্রত রাখতে চায় । আমরা রক্তাক্ত জুলাই বিপ্লবকে ভুলতে দেবনা।”

প্রসঙ্গত, লতিফুল ইসলাম শিবলীর জন্ম নাটোর জেলায়। তিনি জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী। নব্বই দশকজুড়ে ৪০০টির বেশি গান লিখেছিলেন তিনি।

আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘মাকে বলিস’; জেমসের ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশী’, ‘বিবাগী’, ‘পালাবে কোথায়’, ‘মন্নান মিয়ার তিতাস মলম’, ‘গিটার কাঁদতে জানে’; তপন চৌধুরী-শাকিলা জাফরের ‘তুমি আমার প্রথম সকাল’; মাইলসের ‘পলাশীর প্রান্তর; সোলসের ‘হাজার বর্ষা রাত’সহ বেশ কিছু সাড়াজাগানো গান।

বাংলা একাডেমি প্রকাশ করেছে তার ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’ (১৯৯৭) ব্যান্ড সংগীতের ওপর লিখিত প্রথম এবং একমাত্র গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ। শিবলী’র কাহিনী সংলাপ এবং চিত্রনাট্যে প্রথম পূর্ণদৈঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’।

লতিফুল ইসলাম শিবলী গড়েছেন একটি ব্যান্ড দল। দলের নাম ‘সং অব বিলিভ’। শিবলী’র বেস্টসেলার উপন্যাস- ‘দারবিশ ও আসমান’। জুলাই গণ-আন্দোলনে তিনি ছাত্রজনতার সঙ্গে সক্রিয় ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত