Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

হলিউডের এই কমেডিয়ান ১০০ কোটি ডলারেরও বেশি সম্পদের মালিক

Jerry Seinfeld
[publishpress_authors_box]

মানুষ হাসিয়ে বিশ্বের শীর্ষ ধনী অভিনেতার তালিকায় স্থান করে নিয়েছেন হলিউডের অভিনেতা জেরি সাইনফেল্ড।

কমেডি জনরার মুভিও সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়। বিশ্বের শীর্ষস্থানীয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান এবং কমেডি অভিনেতারা প্রতিবছর আয় করেন মিলিয়ন মিলিয়ন ডলার। তেমনই এক কমেডিয়ান জেরি সাইনফেল্ড, যিনি সম্পদের দিক থেকে পেছনে ফেলেছেন টম ক্রুজের মতো অভিনেতাদেরও। মজার ব্যাপার হলো, প্রায় তিন দশকের পুরোনো শো থেকে এখনও রয়্যালিটি পাচ্ছেন এই অভিনেতা।

ফোর্বস এর দেওয়া তথ্য অনুযায়ী, জেরি সাইনফেল্ড এর মোট সম্পদের পরিমাণ এখন ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) ডলার। এটি যেকোনও কমেডিয়ান থেকে তো বেশিই, বরং হলিউড বা বলিউডের বেশিরভাগ মূলধারার অভিনেতাদের সম্পদকেও ছাড়িয়ে গেছে। যেখানে ডোয়েন জনসনের মোট সম্পদের পরিমাণ ৮৯০ মিলিয়ন, টম ক্রুজের ৮০০ মিলিয়ন এবং ব্র্যাড পিটের ৪০০ মিলিয়ন ডলার।

কমেডিয়ান অভিনেতাদের মধ্যে সম্পদের মূল্যের দিক থেকে সাইনফেল্ডের ধারকাছেও নেই। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের আমেরিকান কমেডিয়ান এলেন ডি’জেনারেস রয়েছে। যার সম্পদের পরিমাণ তার অর্ধেক, ৫০০ মিলিয়ন ডলার। অন্যদিকে একসময়ের অভিনেতা এবং বর্তমানে বিজনেসম্যান বায়রন অ্যালেনের সম্পদের পরিমাণ ৭৩৫ মিলিয়ন ডলার। তবে তার এই সম্পদের উৎস অভিনয় নয়। তার মালিকানাধীন মিডিয়া গ্রুপই এই সম্পদের উৎস।

জেরি সাইনফেল্ডের অভিনয় ক্যারিয়ার শুরু ১৯৮০ সালে।  সে বছর টিভি শো ‘বেন্সন’ এ একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর আরও কিছু কাজের পর, ১৯৮৯ সালে নিজের অভিনীত সিটকম ‘সাইনফেল্ড’ এ বনে যান তারকা। ‘সাইনফেল্ড’ পরবর্তী নয় বছর ধরে টিভি রেটিংয়ে শীর্ষস্থানে ছিল।

তবে ১৯৯৮ সালে শো-টি শেষ হওয়ার পর তিনি মূলত স্ট্যান্ড-আপ কমেডি এবং বিভিন্ন শো সঞ্চালনাতেই মনযোগী ছিলেন।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত