ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে চলতি মাসের এখন পর্যন্ত মশাবাহিত এ রোগে প্রাণ হারাল দেড়শো জনের বেশি।
চলতি বছরে কোনও একক মাসে এত মৃত্যু আগে হয়নি।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আগের দিন সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হলো ১৫৬ জনের।
এর আগে এক মাসে এ রোগে এত মৃত্যু দেখেনি দেশ। গত অক্টোবরে মৃত্যু হয় ১৩৫ জনের। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট মৃত্যু হলো ৪৭১ জনের।
অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৮৯৮ জনে। অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছিল ৩০ হাজার ৮৭৯ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট রোগী হাসপাতালে ভর্তি হলো ৮৮ হাজার ৭১৫ জন।
অধিদপ্তরের তথ্যে জানা যায়, ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে তিনজন করে। বাকিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুইজন আর চট্টগ্রাম ও ঢাকা বিভাগে প্রাণ হারিয়েছে একজন করে।
ডেঙ্গুতে মোট মৃত্যুর মধ্যে পুরুষ মৃত্যুহার ৪৮ দশমিক ছয় শতাংশ আর নারী মৃত্যুহার ৫১ দশমিক চার শতাংশ।