চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে এক আইনজীবী নিহতের ঘটনায় ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে আদালতসহ সবকিছু অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে এই ঘোষণা দেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।
এর আগে দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ, করা হয় লাটিপেটা। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন চিন্ময় কৃষ্ণের অনুসারীরা।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার পর আদালত প্রাঙ্গণের কাছেই পাওয়া যায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফের রক্তাক্ত লাশ।
তার মৃত্যুতে বুধবার আদালত বর্জন কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
সন্ধ্যায় ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা।
সমিতির অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন কয়েকশ আইনজীবী।
মিছিল শেষে নজরুল ইসলাম বলেন, “চিহ্নিত সন্ত্রাসীরা আমার আইনজীবী ভাইকে হত্যা করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। গ্রেপ্তার না হলে তাদের বিরুদ্ধে আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে যথাযথ ব্যবস্থা নেবে। তখন আর কারও কিছু করার থাকবে না। সারা দেশের আদালতসহ সবকিছু অচল করে দেওয়া হবে।”
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও তাকে কারাগারে পাঠানো নিয়ে সকাল থেকেই উত্তপ্ত ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। বেলা গড়াতেই গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এরই মধ্যে উদ্ধার করা হয় এপিপি সাইফুলের রক্তাক্ত লাশ।
তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়টি এখনও স্পষ্ট না হলেও চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি
আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বুধবার আদালত বর্জন কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, “আমরা সমিতির পক্ষ থেকে জরুরি মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়েছি মহানগর দায়রা জজ, জেলা দায়রা জজ, মহানগর হাকিম এবং মুখ্য বিচারিক হাকিম আদালতের সকল কার্যক্রম আমরা বুধবার সাসপেন্ড ঘোষণা করছি। সর্বস্তরের আইনজীবীদের এ প্রতিবাদে শামিল হওয়ার জন্য আমরা অনুরোধ করেছি।”
তিনি আরও জানান, নিহত সাইফুলের জানাজা বুধবার সকালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।