Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মেসির মায়ামির কোচ এখন মাসচেরানো

messi1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

 ইন্টার মায়ামিতে শেষ হয়েছে জেরার্দো মার্তিনো অধ্যায়। মার্তিনো গত সপ্তাহে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান কোচের পদ থেকে। এরপরই ক্লাব কর্তারা লিওনেল মেসির কাছে জানতে চেয়েছিলেন, কাকে তিনি পরবর্তী কোচ হিসেবে দেখতে চান।

মেসি জানান সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোর নাম। এরপর আর দেরি করেননি মায়ামির কর্তারা। মাসচেরানোর সঙ্গে কথা বলে রাজি করিয়েছেন তাকে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল সেই খবর।

এবার আনুষ্ঠানিকভাবে মায়ামি জানালো আগামী তিন বছরের জন্য নতুন কোচ হিসেবে মাসচেরানোর নাম। তাতে মেসির সঙ্গে পুনর্মিলন হচ্ছে তার। পাশাপাশি আর্জেন্টাইন সাবেক অধিনায়কের পুনর্মিলন হচ্ছে বার্সেলোনার সাবেক তিন তারকা জর্দি আলবা, সের্হিও বুসকেতস ও লুইস সুয়ারেজের সঙ্গেও। তাদের সঙ্গে বার্সায় লম্বা একটা সময় খেলেছেন তিনি।

মেসিদের দায়িত্ব নিয়ে মাসচেরানো জানালেন নিজের বড় লক্ষ্যের কথা, ‘‘মায়ামির কোচ হওয়াটা আমার জন্য সম্মানের। আমি ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে মুখিয়ে আছি। সমর্থকদের উপহার দিতে চাই অবিস্মরণীয় মুহূর্ত।’’

মাসচেরানো সর্বশেষ কোচ ছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের। চুক্তিসংক্রান্ত কিছু কাজ শেষে মেসিদের সঙ্গে নতুন অধ্যায় শুরু হবে ৪০ বছর সাবেক এই তারকার।

মাসচেরানোকে মায়ামিকে আনতে পেরে খুশি দলটির সহমালিক ও ইংলিশ সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম,‘‘হাভিয়ের সব সময়ই প্রমাণ করে এসেছে, কেন বড় খেলোয়াড় সে। তাকে দলের দায়িত্ব দিতে পেরে আমরা রোমাঞ্চিত।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত