Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

শারমিনের সেঞ্চুরি মিসেও রেকর্ড রান বাংলাদেশের

sharmin
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

মেয়েদের ওয়ানডেতে দুটি সেঞ্চুরি আছে বাংলাদেশের। দুটিই ফারজানা হকের। আজ (বুধবার) আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন শারমিন আখতার সুপ্তা। তবে ৯৬ রানে আউট হওয়ায় মিস হয় সেঞ্চুরিটা। প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরাটা স্মরণীয় হলো তার।

শারমিন সেঞ্চুরি মিস করলেও ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বেশি রানের রেকর্ড স্কোর পেয়েছে বাংলাদেশ। ৪ উইকেটে নিগার সুলতানা জ্যোতির দল পায় ২৫২ রানের পুঁজি। ওয়ানডেতে বাংলাদেশের আগের রেকর্ড ছিল ৩ উইকেটে ২৫০। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইস্ট লন্ডনে এই স্কোর গড়েছিল বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা উইমেন্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজের ফলের ওপর নির্ভর করবে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি সুযোগ পাওয়া। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারলে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার পথটা মসৃণ হবে নিগার সুলতানাদের।

সেই লক্ষ্যে প্রথম ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার ফারজানা হক ও মুরশিদা খাতুন গড়েন ৫৯ রানের জুটি। ফারজানা ৬১ ও মুরশিদা ফেরেন ৩৮ করে।

ওয়ানডাউনে নামা শারমিন আখতার ৮৯ বলে ১৪ বাউন্ডারিতে খেলেন ক্যারিয়ার সেরা ৯৬ রানের ইনিংস। ফ্রেই সারজেন্টের বলে ৪৯তম ওভারে ক্যালিকে ক্যাচ দিয়ে ফেরায় সেঞ্চুরিটা মিস করেন তিনি।

শেষ দিকে নিগার সুলতানা খেলেন ২৮ বলে ২৮ রানের ইনিংস। ফ্রেইয়ের উইকেট ২টি।.

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত