Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের নারীদের রেকর্ড গড়া জয়

women team
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নেমেছিল বাংলাদেশ নারী দল। সেই লক্ষ্য পূরণ হওয়ার বাস্তবতাও ছিল বেশ। কারণ র‍্যাংকিং থেকে ক্রিকেট শক্তি সবদিকেই আইরিশ নারীদের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ নারীরা।

এগিয়ে থাকার সেই প্রমাণ মাঠে রাখলেন নিগার সুলতানা জ্যোতিরা। নিজেদের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে রেকর্ড গড়া জয়ে মিরপুরে সিরিজ শুরু করেছেন তারা। প্রথম ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে ১৫৪ রানের রেকর্ড ব্যবধানে জয় জ্যোতিদের।

এর আগে একই ম্যাচে রেকর্ড দলীয় স্কোর ও সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারীরা। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচে ৩ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ। ওই একই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে পাওয়া ১১৯ রান ছিল এত দিন সর্বোচ্চ ব্যবধানের জয়। যা এবার মিরপুরে ছাড়িয়ে গেলেন জ্যোতিরা।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে বাংলাদেশ। পরে মাত্র ২৮ ওভার ৫ বলে আইরিশদের ৯৮ রানে অলআউট করে দেয় নারীরা।

২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে আয়ারল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে জোড়া ব্রেকথ্রু এনে দেন মারুফা আক্তার। ১০ রানে ২ উইকেট হারানোর পর সারা ফোর্বস ও ওরলা পেন্ডারগাস্টের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইরিশরা।

ম্যাচসেরা হয়েছেন শারমিন সুপ্তা। ছবি : বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ম্যাচসেরা হয়েছেন শারমিন সুপ্তা। ছবি : বাংলাদেশ ক্রিকেট বোর্ড

১৯ রান করে ওরলা সাজঘরে ফিরলে ভাঙে ৩৮ রানের তৃতীয় উইকেট জুটি। এটাই ছিল ইনিংসে তাদের সর্বোচ্চ রানের জুটি। এরপর সারা ২৫ রানে সাজঘরে ফিরলে আইরিশদের আসা-যাওয়ার মিছিল শুরুর হয়। লরা ডেলানির ২২ রান ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেনি।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার সুলতানা খাতুন। তাছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।

এর আগে বাংলাদেশ নারী দল রেকর্ডের মালা পরেছে ব্যাটারদের কল্যানে। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুনের উদ্বোধনী জুটি ছিল মন্থর। ১৮ ওভারে আসে মাত্র ৫৯ রান।

৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে ওপেনিং জুটি। তবে অন্য প্রান্তে অর্ধশতকের দেখা পেয়েছেন ফারজানা হক। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে বেশ দ্রুত এগোতে থাকেন শারমিন সুপ্তা। অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও জড়তা ছিল না তার।

অল্পের জন্য দেশের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিয়ান হতে পারেননি। তবে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে ফিফটি স্পর্শ করেন। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করে এত দিন রেকর্ডটি ছিল রুমানা আহমেদের। ১৪টি চারের মারে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন সুপ্তা।

এ জয়ে নারী ওয়ানডে সুপার লিগে আরও ২ পয়েন্ট পেল বাংলাদেশ। এই লিগের সেরা আট দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাংলাদেশের সুযোগটা খুব কম। আয়ারল্যান্ডের সঙ্গে এ জয় দিয়ে ১৫ পয়েন্ট নিয়ে আটে উঠেছে বাংলাদেশ। ৯-য়ে আছে উইন্ডিজ।

আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে পরের সিরিজেই উইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় সেরা আটে থেকে সরাসরি ভারত বিশ্বকাপের টিকিট পেতে চাইলে ক্যারিবিয়ানদের বিপক্ষেও ৩-০ তে জিততে হবে নিগার সুলতানা জ্যোতিদের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত