ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত আরও ৮৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সরকারি হিসেবেই প্রায় ৯০ হাজার।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিন সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৮৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৭ হাজার ৭৮৬ জন। এর আগে গত অক্টোবরে রোগীর সংখ্যা ছিল ৩০ হাজার ৮৭৯ জন।
হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া ৮৮৮ জনকে নিয়ে চলতি বছরে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৬০৩ জনে। মোট রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী দেশের সিটি কর্পোরেশন এলাকার বাইরে; ৫৫ হাজার ৬৬৯ জন। আর সিটি কর্পোরেশন এলাকার ভেতরে রোগীর সংখ্যা ৩৩ হাজার ৯৩৪ জন।
অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যে চারজনের মৃত্যু হয়েছে তাদের দুইজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আর দুইজন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই চারজনকে নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ১৬০ জনের। এর আগে অক্টোবরে মৃত্যু হয়েছিল ১৩৫ জনের। চলতি বছরে এখন পর্যন্ত মোট মৃত্যু হলো ৪৭৫ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে; ২০১ জন।