দীর্ঘদিন ধরেই পারফরম্যান্সে ভাটার টান সিদ্দিকুর রহমানের। গত ২৪ নভেম্বর হংকংয়ের লিঙ্ক হংকং ওপেনে তো কাট মিস করেন। পারের চেয়ে ৪ শট বেশি খেলে ৮৩তম হয়ে শেষ করেন এশিয়ান ট্যুরের ওই টুর্নামেন্ট।
অবশেষে বুধবার কাতারের দোহায় শুরু হওয়া ইন্টারন্যাশনাল সিরিজে পারফরম্যান্সে কিছুটা হলেও উন্নতি হয়েছে সিদ্দিকুরের। ৩০ কোটি টাকার প্রাইজমানির টুর্নামেন্টের প্রথম দিনটি চেনা ছন্দে কাটিয়েছেন তিনি। পারের চেয়ে ২ শট কম খেলে ২০ জনের সঙ্গে যৌথভাবে ৩৪তম হয়ে শেষ করেছেন প্রথম রাউন্ড। এই রাউন্ডে সমান শট খেলে তার সঙ্গী হয়ে আছেন অর্ডার অব মেরিটের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের জন কাটলিন।
ব্যাক নাইন থেকে দিনের খেলা শুরু করেন সিদ্দিকুর। শুরুতে বেশ ভালোই খেলছিলেন। ব্যাক নাইনে কোনও বগি শট খেলেননি। কিন্তু ফ্রন্ট নাইনে গিয়ে একটি বগি শট করেন। সব মিলিয়ে ৩টি বার্ডির পাশাপাশি ওই একটি বগি শট খেলেছেন। পারের চেয়ে ৭ শট কম খেলে প্রথম দিন শেষে সবার ওপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গলফার ইয়ান স্নিমান।