দেশের জনপ্রিয় খেলার সুবাদে এক সময় নিয়মিত বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের মডেল হতেন তারকা ফুটবলাররা। কাজী সালাউদ্দিন, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আবদুর রাজ্জাক, আবদুল গাফফার, মোনেম মুন্নাসহ অনেকে নব্বইয়ের দশকে লাইফবয় সাবানের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন।
এমনকি হালের বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকেও বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হতে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বিজ্ঞাপনের মডেল বানিয়েছে বহুজাতিক জুতা ও বস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স।
সম্প্রতি অ্যাপেক্স কেডসের একটি বিজ্ঞাপন বানিয়েছে। যেখানে ভিডিওর শুরুতেই দেখা যায় নারী সাফ চ্যাম্পিয়ন দলের উইঙ্গার ঋতুপর্ণা ঘুম থেকে উঠে অ্যাপেক্স কেডস পরে দৌড়াচ্ছেন। স্বপ্নের কেডস পায়ে দিয়ে উচ্ছ্বসিত দেখা যায় সাফের সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া ঋতুপর্ণাকে।
এই বিজ্ঞাপনের শুটিং মূলত ঢাকার একটি স্টুডিওতে হয়েছিল গত ১১ ও ১২ নভেম্বর। প্রথম বারের মতো এমন একটি বিজ্ঞাপনের মডেল হতে পেরে উচ্ছ্বসিত ঋতুপর্ণা সকাল সন্ধ্যাকে বলেন, “আমাকে এই বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল সাফ জেতার পর। ঢাকার একটি স্টুডিওতে শুটিং হয়েছে। আমি দারুণ উপভোগ করেছি এই শুটিং। এমন বড় মাপের একটি প্রতিষ্ঠানের মডেল হতে পেরে খুব ভালো লেগেছে ।”
বর্তমানে জাতীয় নারী দলের ক্যাম্প ছুটি। ঋতুপর্ণাসহ সব ফুটবলাররা যার যার বাড়িতে ছুটি কাটাচ্ছেন।