Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
প্রিমিয়ার ফুটবল লিগ

ওয়ান্ডারার্সের জালে মোহামেডানের ছয় গোল

মোহামেডানের হয়ে জোড়া গোল করেছেন দিয়াবাতে।
মোহামেডানের হয়ে জোড়া গোল করেছেন দিয়াবাতে।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হয়েছে শুক্রবার। বিতর্ক- অব্যবস্থাপনা যেন বিপিএলের আরেকটি রুপ। দিনের শুরুর ম্যাচে মোহামেডান বিপিএলে নবাগত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দারুণ শুরু করল!

মোহামেডানের হয়ে সোলেমান দিয়াবাতে জোড়া গোল করেছেন। ১টি করে গোল করেছেন ইম্যানুয়েল সানডে, বোয়েটাং, বাল্লু ও সৌরভ।

দিনের অন্য ম্যাচে নতুনভাবে জেগে ওঠা ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।

সব ছাপিয়ে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামের নিন্ম মানের মাঠ ছিল সমালোচনায় মাঠের যা অবস্থা তাতে এই মাঠে খেলা চালালে চোটে পড়তে পারেন ফুটবলাররা।

শুক্রবার প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধন করেন বাফুফের কর্মকর্তারা।

এক সময় দেশের ফুটবলে ঢাকা ওয়ান্ডারার্স ছিল বড় দল। তবে ক্রমেই শক্তি কমেছে। পেশাদার যুগে এসে প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে লজ্জা পেয়েছে।

সাদা-কালো দলটি বিদেশি নিয়ে খেললেও ওয়ান্ডারার্স স্থানীয়দের নিয়ে একাদশ গড়ে।

আজকের খেলার ফল
মোহামেডান ৬ : ০ ঢাকা ওয়ান্ডারার্স
ব্রাদার্স ২ : ১ বাংলাদেশ পুলিশ

ম্যাচের ৫ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। বোয়েটাংয়ের দারুণ এক পাস থেকে ইমানুয়েল বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। বক্সের বাইরে সরাসরি বল পেয়ে মিনহাজুর আবেদীন রাকিব বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান। ২৪ মিনিটে মোহামেডান দিয়াবাতের গোলে স্কোরলাইন ৩-০ করে।

বিরতির পর আরও তিন গোল হয়েছে মোহামেডানের। প্রতিপক্ষকে চাপে রেখে একের পর এক গোল আদায় করে নিয়েছে। ৮০ মিনিটে মোহামেডান চতুর্থ গোল করে। বক্সের ভেতরে দিয়াবাতের পাসে বোয়েটাং প্লেসিং করে ওয়ান্ডারার্সকে ছিটকে দেন। আর

৮৯ মিনিটে মুজাফফরভের পাসে দিয়াবাতে করেন নিজের দ্বিতীয় গোল। এরপর যোগ করা সময়ে বদলি সৌরভ দেওয়ান দারুণ এক প্লেসিং শটে দলকে ষষ্ঠ গোল এনে দেন।

ব্রাদার্সের জয়ে শুরু

দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ  ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে।

ব্রাদার্স ২৩ মিনিটে প্রথম গোলের দেখা পায়। মুস্তাফার পাসে গাম্বিয়ার ফরোয়ার্ড ম্যাডি সিসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে উঁচু করে জাল কাঁপান।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে ব্রাদার্সের দারোবি।
ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে ব্রাদার্সের জাকারিয়া দারবো।

৪৪ মিনিটে পুলিশ এফসি ম্যাচে সমতায় ফিরে। আরিফুর রহমানের কর্নারে মানিক হোসেন মোল্লা হেডে দ্বিতীয় পোস্ট দিয়ে জড়িয়ে দেন জালে। ব্রাদার্স ইউনিয়ন ব্যবধান দ্বিগুণ করে ৬২ মিনিটে। গাম্বিয়ান জাকারিয়া দারবোর ফিনিশিংয়ে লিড পায় কমলা জার্সিধারীরা। বাকি সময়ে আর কোনও দলই গোল পায়নি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত