সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
শুক্রবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গত বুধবার বিচারকাজ চলাকালে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাই কোর্ট বেঞ্চে ডিম ছোড়ে একদল আইনজীবী। এর আগে রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেপ্তার হয়ে আদালতে যাওয়ার সময় ডিম হামলার শিকার হতে হয়েছে বিগত সরকারের মন্ত্রী-এমপিসহ বেশ কয়েকজনকে।
এছাড়া গত মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্রে করে চট্টগ্রাম আদালত এলাকায় তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। এসময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন।
এসব ঘটনাকে ‘নজিরবিহীন ও অনভিপ্রেত’ মন্তব্য করে প্রধান বিচারপতি গভীর উদ্বিগ্ন প্রকাশ করেছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম।
“আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং আদালতের ভাবমূর্তি বজায় রাখার নিমিত্ত দেশের প্রত্যেক আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত অবিলম্বে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধান বিচারপতি দেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “দেশের প্রত্যেক আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”