Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

আইসিসির মসনদে বসে নিজের লক্ষ্য জানালেন জয় শাহ

joy shah1
[publishpress_authors_box]

আইসিসির কনিষ্ঠতম চেয়ারম্যান হিসেবে বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন আগেই। আজ (রবিবার) আনুষ্ঠানিকভাবে আইসিসির মসনদে বসলেন জয় শাহ। ছাড়লেন বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব।

চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু নিয়ে ডামাডোলের মাঝেই দায়িত্ব নিলেন জয় শাহ। এরই মধ্যে অবশ্য সুর নরম করেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। শর্ত সাপেক্ষে ‘হাইব্রিড মডেলে’ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে আপত্তি না থাকার কথা বলেছেন ঘুরিয়ে।

আইসিসির চেয়ারম্যান হওয়ার পর বিবৃতিতে অবশ্য এ নিয়ে জয় শাহ কিছু বলেননি। আইসিসির ওয়েবসাইটে বিবৃতিতে তিনি গুরুত্ব দিয়েছেন ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের সফল আয়োজনের, ‘‘আইসিসির দায়িত্ব পেয়ে আমি গর্বিত। একই সঙ্গে আমাকে সমর্থন জানানোর জন্য আইসিসির কর্তাব্যক্তি আর বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই। ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকের প্রস্তুতি নেওয়ার এটাই আদর্শ সময়। চেষ্টা করব, ক্রিকেটকে যেন দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়।’’

জয় শাহ গুরুত্ব দিয়েছেন মেয়েদের ক্রিকেটকেও, ‘‘নারী ক্রিকেটকেও বিশ্বব্যাপী প্রসারের চেষ্টা করা হচ্ছে। আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে। আইসিসির সব কমিটি আর সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে চাই।’’ বিদায়ী সভাপতি বার্কলেকেও ধন্যবাদ জানিয়েছেন জয় শাহ। তার আগে ভারত থেকে আইসিসির সভাপতি হয়েছেন জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর।

জয় শাহর বাবা অমিত শাহ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রভাবশালী নেতা ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তাই তিনি আইসিসির শীর্ষ চেয়ারে বসায় ভারতের দাপট আরও বাড়বে কিনা, চলছে এ নিয়ে আলোচনা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত