Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ফাইনালে পা রাখতে মাত্র ১১৭ রান চাই যুবাদের

Bangladesh U-19
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নের মতোই খেললেন লাল-সবুজ তরুণরা। শ্রীলঙ্কার বিপক্ষে হারের ভুল কাটিয়ে অবিশ্বাস্য প্রতাপে ফিরেছে দল।

শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তানকে মাত্র ১১৬ রানে বেঁধে ফেলেছে বাংলাদেশ। পুরো ইনিংস জুড়েই কিপটে বোলিংয়ের অবিশ্বাস্য উদাহরণ দিয়েছেন মারুফ মৃধারা। ব্যাটার আজিজুল হাকিমের ১ ওভারে ১১ রান দেওয়া বাদে বাকি ছয় বোলারের কেউই ওভারপ্রতি ৪ এর বেশি রান দেননি।

পাকিস্তান তাদের ইনিংসে মাত্র তিনটি ওভারে ১০ রান বা তার বেশি নিতে পেরেছে। ১৫ তম ওভারে ১০ আর ২১ ও ৩১ ওভারে ১১ রান করে। মিডিয়াম পেসার ইকবাল হোসেন ইমন ৭ ওভারে ২৪ রানে ৪, মারুফ ২৩ বলে ২ ও আল ফাহাদ, দেবাশীষ দেবা একটি করে উইকেট নেন।

সর্বশেষ আসরে এ মাঠেই ভারতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল যুব দল। এবার পাকিস্তানকে হারানোর পথে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত