কক্সবাজারের চকরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই বন্ধুকে ডেকে নিয়ে বেদম মারধর করার ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আয়ুব (২৪) নামে ওই তরুণের মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার ও পুলিশ।
আয়ুব (২৪) চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের স্কুল পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি ডুলাহাজারা কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেন।
ছেলের মৃত্যু সম্পর্কে আনোয়ার হোসেন জানান, গত ২২ নভেম্বর রাত ৮টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ফিরোজ আহমদের ছেলে মো. ওয়াহিদ মোবাইল ফোনে আয়ুব ও তার বন্ধু আবদুর রহমানকে ডিককূল এলাকায় ডেকে নিয়ে যায়।
তিনি জানান, সেখানে চকরিয়া পৌরসভার আমান পাড়া এলাকার আমির হোসেনের ছেলে মো. মনিরের নেতৃত্বে ৪-৫ জন যুবক লাঠিসোটা নিয়ে আয়ুব ও আবদুর রহমানকে মারধর করে। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করে।
আনোয়ার হোসেন বলেন, “আমার ছেলে ক্ষেতখামারে কাজ করে পরিবারের খরচ জোগানোর পাশাপাশি লেখাপড়া করত। পরিবারে সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল।”
আয়ুব হত্যায় মামলার বিষয়ে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, হামলায় আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছিল। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বলে বাদী আর আসেননি। নিহতের ঘটনায় এজাহার দিলে মামলা রুজু করা হবে।