জুনিয়র এশিয়া কাপ হকিতে ছেলেদের বিভাগের সুখস্মৃতির রেশ এখনও তাজা বাংলাদেশের। অনূর্ধ্ব-২১ হকিতে প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ওমানে ছেলেদের বাংলাদেশ যুব হকি দল যেখানে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে সেখানে মুদ্রার উল্টো পিঠ দেখল নারী দল।
শনিবার শুরু হয়েছে নারীদের জুনিয়র এশিয়া কাপ। যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল শক্তিশালী চীনের। প্রথম ম্যাচে চীনের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের মেয়েরা। পুল ‘এ’র প্রথম ম্যাচে চীন ১৯-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে।
প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে ছিল ১০-০ গোলে। কোনও রকমের প্রস্তুতি ছাড়া আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে গিয়ে বেশ বিব্রত হলো মেয়েরা। বাংলাদেশের পরের ম্যাচ ৮ ডিসেম্বর। প্রতিপক্ষ ভারত।