পার্থ টেস্টে আত্মসমর্পণই করেছিল অস্ট্রেলিয়া। সেই হারে জেগে উঠে অস্ট্রেলিয়ার অহম। প্যাট কামিন্সের দল ঘুরে দাঁড়াল পরের টেস্ট অ্যাডিলেডেই। ভারতকে উড়িয়ে জিতল ১০ উইকেটে।
অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে গোলাপি বলের ম্যাচটা শেষ হয়েছে কেবল ১০৩১ বলে। ভারত-অস্ট্রেলিয়ার কোনো টেস্টে সর্বনিম্ন বলের টেস্ট এটিই।
দ্বিতীয় দিন ৫ উইকেটে ১২৮ রান করার পরই ভারতের হার হয়ে উঠেছিল সময়ের অপেক্ষা। আজ (রবিবার) তৃতীয় দিন প্রথম সেশনেই আনুষ্ঠানিতা সারে অস্ট্রেলিয়া। ভারতকে তারা অলআউট করে ১৭৫ রানে। প্র থম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থাকা দলটি লিড পায় মাত্র ১৮ রানের।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৯ রান। ২০ বলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে সিরিজে ১-১ সমতা ফেরাল অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে নিতিষ কুমার রেড্ডি করেছিলেন ৪২, শুবমান গিল ২৮ ও ঋষভ পন্ত ২৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৫৭ রানে ৫ উইকেট প্যাট কামিন্সের।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৮০ ও ১৭৫ (রেড্ডি ৪২, গিল ২৮, পন্ত ২৮; কামিন্স ৫/৫৭, বোলান্ড ৩/৫১, স্টার্ক ২/৬০)।
অস্ট্রেলিয়া: ৩৩৭ ও ১৯/০ ( ম্যাকসুয়েনি ১০*, খাজা ৯*; বুমরা ০/২)।
ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ট্রাভিস হেড।