Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

৫ লাখ রান পূরণের সিরিজটা ইংল্যান্ডের

new1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে এই সংস্করণে ৫ লাখ রানের মাইলফলকে পা রেখেছে ইংল্যান্ড। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫১তম ওভারের দ্বিতীয় বলে হ্যারি ব্রুক ২ রান নিয়ে পূরণ করেন ৫ লাখ রান। ১০৮২ টেস্টে ইংল্যান্ডের ৭১৭জন ক্রিকেটার মিলে করেছেন এই অনন্য নজির।

দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৩৭৮। আজ (রবিবার) তৃতীয় দিন তারা ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৪২৭ রানে। ৩৬তম সেঞ্চুরি করেছেন জো রুট। তিনি আউট হন ১০৬ রানে।

সবমিলিয়ে টেস্টে ইংল্যান্ডের রান এখন ৫ লাখ ১৭৫। দ্বিতীয় সেরা ৪২৯০১১ রান অস্ট্রেলিয়ার। বাংলাদেশের রান এখনও ১ লাখ হয়নি। টেস্টে বাংলাদেশের রান ৬৪৮৫০।

জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল ৫৮৩ রান। টম ব্লান্ডেল ১১৫ করলেও তারা অলআউট হয়ে যায় ২৫৯-এ। ৩২৩ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০’তে নিশ্চিত করে ইংল্যান্ড।

২০০৮ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে এবারই প্রথম টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড। মাঝের সময়ে ৪ টেস্ট সিরিজ খেলে ড্র করেছিল দুটি আর হেরেছিল দুটি।

তৃতীয় দিন ইংল্যান্ডের হয়ে ১৪ বলে ৫ রানে ৩ উইকেট নেন অধিনায়ক বেন স্টোকস। এছাড়া দুটি করে উইকেট শোয়েব বশির,  ব্রইডন কার্স ও ক্রিস ওকসের।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২৮০ ও ৪২৭/৬ ডিক্লে. (রুট ১০৬, বেথেল ৯৬, ডাকেট ৯২, ব্রুক ৫৫; সাউদি ২/৭২)। 

নিউজিল্যান্ড: ১২৫ ও ২৫৯ (ব্লান্ডেল ১১৫, স্মিথ ৪২, মিচেল ৩২; স্টোকস ৩/৫, ওকস ২/২০)। 

ফল: ইংল্যান্ড ৩২৩ রানে জয়ী।

 ম্যান অব দ্য ম্যাচ: হ্যারি ব্রুক। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত