Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

প্রিমিয়ার লিগ বন্ধ রেখে মাঠ ভাড়া

কুমিল্লা কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ।
কুমিল্লা কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

ফুটবল খেলার মাঠের মধ্যে গরুর হাটের আয়োজন, কনসার্ট, মেলার আয়োজন এ দেশের পুরনো সংস্কৃতি।

সেই ধারা এখনও চলছে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বন্ধ রেখে আয়োজন করা হবে পুনর্মিলনী অনুষ্ঠান। কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এবারের প্রিমিয়ার লিগের পাঁচটি ভেন্যুর একটি। আবাহনী, মোহামেডান হোম ভেন্যু করেছে এটিকে। সেই মাঠ আগামী নতুন বছরের ১০ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি(। অথচ সেদিন মোহামেডানের প্রিমিয়ার লিগের ম্যাচ। ক্রীড়া পরিষদ বলছে সেই ম্যাচ সরিয়ে নিতে!

প্রিমিয়ার লিগের সূচি নির্ধারিত। সপ্তাহে প্রতিদিনও নয়, শুধু শুক্র, শনিবার মাঠে গড়ায় খেলা। সেটা জানা সত্ত্বেও ১০ জানুয়ারি শুক্রবার মাঠটি ভাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসির পরিচালক (ক্রীড়া) শামসুল আলমের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটি ১০ জানুয়ারি অন্য একটি প্রতিষ্ঠানের অনুকূলে ভাড়া প্রাপ্তির পর বরাদ্দ প্রদান করা হয়েছে। এমতাবস্থায় খেলাটি সুবিধাজনক অন্য তারিখে স্থানান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।” ক্রীড়া পরিষদ খেলা বাদ দিয়ে অন্য কিছুকে কেন গুরুত্ব দিচ্ছে-সেটিই বিস্ময়কর।

কুমিল্লার একটি কলেজের প্রচারণায় দেখা যাচ্ছে, ১০ জানুয়ারি কুমিল্লা স্টেডিয়ামে পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছে তারা। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রোমেল গণমাধ্যমকে জানান, “ক্রীড়া পরিষদের এ ধরনের বরাদ্দ বাতিল করা উচিত। ফুটবল ফেডারেশনের এ ব্যাপারে আপত্তি জানানো উচিত। অনেক সমালোচনার পর খেলার মাঠে এ ধরনের কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় বন্ধ হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত