Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
জুনিয়র এশিয়া কাপ নারী হকি

বাংলাদেশকে হারিয়ে মুখ রক্ষা ভারতের

Aki_bb
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

ক্রিকেটে দিনটা মোটেও ভারতের ছিল না। প্রথমে ভারতের পুরুষ ক্রিকেট দল টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ১০ উইকেটে। এরপর অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল ওয়ানডেতে ১২২ রানে হারিয়েছে ভারতের নারী দলকে।

দিনের শেষ ম্যাচে জুনিয়র এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। একই দিনে হ্যাটট্রিক হারের বাজে স্মৃতি যখন ভারতীয়দের ক্রিকেট সমর্থকদের মনে নাড়া দিচ্ছিল তখন একটু হলেও তাদের জন্য একটা আনন্দের খবর এসেছে হকিতে।

ওমানের মাসকটে চলমান জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতায় রবিবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশকে ১৩-১ গোলে হারিয়েছে ভারত। প্রথমার্ধে ভারত এগিয়ে ছিল ৫-১ গোলে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে দিয়েছে আরও ৮টি গোল।

এর আগে শনিবার বাংলাদেশ নারী দল ১৯ গোল হজম করে শক্তিশালী চীনের কাছে। দুই ম্যাচে বাংলাদেশের জালে সব মিলিয়ে ৩২ গোল হয়েছে।

পুরো ম্যাচে ভারতের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। ম্যাচে একমাত্র গোলটি করেছেন বাংলাদেশর অধিনায়ক অর্পিতা পাল।

ভারতের মুমতাজ খান ৪টি, কনিকা শিবাজ ও দীপিকা ৩টি করে গোল করেছেন। ১টি করে গোল করেছেন রানা সাক্ষী, মনীষা ও বিউটি ‍ডুং ডুং।

ভারত যেখানে ১২টি পেনাল্টি কর্ণার পেয়েছে, সেখানে বাংলাদেশ প্রতিপক্ষের কাছ থেকে মাত্র একটি পেনাল্টি কর্ণার বের করতে পারে। এবং এই একটি পেনাল্টি কর্ণার থেকেই এসেছে দিনের একমাত্র সান্তনাসূচক গোল।

টুর্নামেন্টে পুল বি তে খেলছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ থাইল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার সঙ্গে। গ্রুপ পর্বের সর্বশেষ ওই ম্যাচটি হবে ১১ ডিসেম্বর।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত