অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। রবিবার লা লিগায় পিছিয়ে পড়েও তারা ৪-৩ গোলে হারাল সেভিয়াকে। এটা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয় ডিয়েগো সিমিওনের দলের।
আতলেতিকো লা লিগায় জিতেছে টানা পাঁচ ম্যাচ। আর চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে’তে দুটি করে। টানা নবম জয়ে খুশি কোচ সিমিওনে, ‘‘দল ছুটে চলেছে, ছুটছে আর ছুটছেই। এটা কাকতালীয় নয়। কঠোর পরিশ্রম করছে সবাই।’’
দশম মিনিটে আতলেতিকোকে এগিয়ে দিয়েছিলেন রদ্রিগো দি পল। এরপর ঘড়ির কাঁটা এক ঘণ্টা স্পর্শ না করতে ৩-১ গোলে পিছিয়ে পড়ে তারা। সেভিয়ার হয়ে ১২ মিনিটে দোদি, ৩২ মিনিটে রোমেরো আর ৫৭ মিনিটে লক্ষ্যভেদ করেন সানচেস। আতলেতিকোর হতাশাটা বাড়ে আন্তোয়ান গ্রিয়েজমানের শট পোস্টে লেগে ফিরলে।
তবু অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচ জেতে আতলেতিকো। ৬২ ও ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে জোড়া গোল করেন আন্তোয়ান গ্রিয়েজমান। ৭৯ মিনিটে অপর গোলটি স্যামুয়েল লিনোর।
এই জয়ে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লা লিগায় আতলেতিকো এখন তিন নম্বরে। ১৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৮ আর ১৬ ম্যাচে রিয়াল মাদ্রিদের ৩৬। লা লিগার লড়াইটা তাই ত্রিমুখী।