দেশে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭৮ ডেঙ্গু রোগী। সে হিসেবে গত কয়েকদিনের তুলনায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম।
নতুন রোগীদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে হাসপাতালে ভর্তি হলো ৯৬ হাজার ৭০২ জন আর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৫৩১ জনের। আর চলতি মাসের প্রথম নয়দিনে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ২৩৭ জন আর মৃত্যু হলো ৪৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছে ১৯২ জন, ঢাকা বিভাগের হাসপাতালে ১০৩ জন, খুলনা বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, বরিশাল বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে চারজন আর সিলেট বিভাগের হাপসাতালে ভর্তি হয়েছে তিনজন।
সবশেষ ২৪ ঘণ্টায় মৃত দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, আরেকজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের। এদের মধ্যে একজন পুরুষ আর আরেকজন নারী।