Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

হাসপাতালে থাকা আন্তোনিওর জন্য আবেগি ওয়েস্ট হাম

আন্তোনিওর নাম লেখা ৯ নম্বর জার্সি পড়ে এসেছিলেন ওয়েস্ট হাম ফুটবলাররা। ছবি : এক্স
আন্তোনিওর নাম লেখা ৯ নম্বর জার্সি পড়ে এসেছিলেন ওয়েস্ট হাম ফুটবলাররা। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

শনিবার গাড়ি দুর্ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন ওয়েস্ট হামের ফুটবলার মিশেল আন্তোনিও। দুমড়ে মুচড়ে গিয়েছিল ৩৪ বছরের এই ফুটবলারের ফেরারি। অলৌকিকভাবে বেঁচে যাওয়া আন্তোনিওর অস্ত্রোপচার করাতে হয়েছে লন্ডনের হাসপাতালে।

উলভসের বিপক্ষে ম্যাচটা ওয়েস্ট হাম ফুটবলারদের জন্য ছিল তাই আবেগের। তারা ম্যাচের আগে পড়ে এসেছিলেন আন্তোনিওর নাম লেখা ৯ নম্বর জার্সি। নবম মিনিটে থামিয়ে দেওয়া হয় খেলা। দর্শকরা করতালি দিয়ে স্মরণ করেন এই ফুটবলারটিকে।

ম্যাচটা শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে আন্তোনিওর ক্লাব ওয়েস্ট হামই। ৫৪ মিনিটে টমাস শক ও ৭২ মিনিটে অপর গোলটি জ্যারড বয়েনের। দুজনই গোল দুটি উৎসর্গ করেন প্রিয় সতীর্থ আন্তোনিওকে। জয়টাও উৎসর্গ করা হয় তাকে।

গাড়ি দুর্ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন ওয়েস্ট হামের ফুটবলার মিশেল আন্তোনিও।

ম্যাচ শেষে জ্যারড বয়েন বললেন, ‘‘সবার আগে জীবন। আমরা সবাই প্রার্থনা করছিলাম আন্তোনিওর জন্য। এটা বড় ধাক্কা আমাদের জন্য। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে ও।’’

১৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে উলভস আছে ১৯ নম্বরে আর ১৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হাম ১৪-তে। উলভস গোল হজম করেছে ৩৮টি, যা এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত