ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪৫৩ জন গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে একজনের।
তাদের নিয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো পাঁচ হাজার ৬৯০ জন আর এ সময়ে প্রাণ গেল ৪৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তাকে নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হলো। আর চলতি বছরে মৃত্যু হলো ৫৩২ জনের।
মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ এবং তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স ৩০ বছরের ভেতরে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৪৫৩ জনকে নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৭ হাজার ১৫৯ জনে।