Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি
[publishpress_authors_box]

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া  এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, আসাদুজ্জামান খানের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। এ বিষয়ে শুনানিতে অংশ দেন দুদকের আইনজীবী সালাউদ্দিন ইস্কান্দার কিং। শুনানি শেষে আদালত সাবেক এই মন্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ দেয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও কন্যা সাফিয়া তাসনিম খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।

যদিও গত অক্টোবরে আসাদুজ্জামান খান কামালকে রতের কলকাতার একটি পার্কে দেখা গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে। তবে তার দেশত্যাগের কোনও তথ্য সরকারের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছে নেই। ফলে তিনি অবৈধভাবে দেশ ছেড়েছেন বলেই সংশ্লিষ্টদের ধারণা।

গত ১৫ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ের আসাদুজ্জামান খানসহ পাঁচজনের বিরুদ্ধে আলাদা পাঁচটি মামলা হয়। এসব মামলায় তাদের বিরুদ্ধে মোট ৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার পর গত ৪ নভেম্বর আসাদুজ্জামান খানের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আদালত। এসব হিসাবে ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা রয়েছে।

আসাদুজ্জামান খান কামাল ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন। ২০১৫ সালের ১৪ জুলাই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পান।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পুনরায় শপথ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত