একটা সময় হারতে ভুলে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই দলই সবশেষ খেলা ১০ ম্যাচে জিতেছে কেবল একটি! বুধবার চ্যাম্পিয়নস লিগে পেপ গার্দিওলার দলকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। তাতে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় ম্যানসিটি।
পিএসজির অবস্থা এতটা করুণ নয়। তারপরও ইউরোপিয়ান এই পরাশক্তিও শঙ্কায় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার। গ্রুপে ৮ ম্যাচের মধ্যে ৬টি করে শেষ হয়েছে সবার। ৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে ২২-এ আর ৭ পয়েন্ট পাওয়া পিএসজির অবস্থান ২৫-এ।
নতুন ফরম্যাট অনুযায়ি সেরা আটে থাকা দলগুলো সরাসরি খেলবে নকআউটে। আর ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো মুখোমুখি হবে প্লে-অফে। অর্থাৎ নকআউটের জন্য সেরা ২৪-এ থাকতেই হবে। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন শীর্ষে আর ১৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দুইয়ে। এখনও সরাসরি না হলেও অন্তত তাদের প্লে-অফ খেলা নিশ্চিত।
টিকে থাকার লড়াইয়ে ম্যানসিটি আর পিএসজি মুখোমুখি হবে ২০২৫ সালের ২২ জানুয়ারি। ম্যাচটা প্যারিসে হবে বলে কিছুটা এগিয়ে পিএসজি। ধুঁকতে থাকা গার্দিওলার দলকে হারাতে পারলে সেরা ২৪-এর আশা উজ্জ্বলই হবে তাদের।
৬ রাউন্ড শেষে
সরাসরি শেষ ষোলো
কারও নিশ্চিত নয়
প্লে-অফ নিশ্চিত
লিভারপুল, বার্সেলোনা
প্রথম পর্ব থেকে বিদায়
লাইপজিগ, স্লোভান ব্রাতিস্লাভা, ইয়াং বয়েজ
শেষ ম্যাচে পিএসজি মুখোমুখি হবে স্টুটগার্টের আর ম্যানসিটি খেলবে ক্লাব ব্রুগার বিপক্ষে। ম্যানসিটির শেষ ম্যাচটা নিজেদের মাঠ ইতিহাদে আর পিএসজিকে খেলতে হবে জার্মানি গিয়ে স্টুটগার্টের মাঠে। শেষ ম্যাচের ফল অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এর আগে ২২ জানুয়ারি মুখোমুখি লড়াইয়ে নির্ধারিত হয়ে যেতে পারে ম্যানসিটি-পিএসজির ভাগ্য।
রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন রিযাল মাদ্রিদ ৯ পয়েন্ট নিয়ে এখন ২০ নম্বরে। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ সালজবুর্গ (বার্নাব্যু) আর ব্রেস্ত (বিপক্ষ মাঠ)। জয় পেয়ে সর্বোচ্চ ১৫ পয়েন্ট হতে পারে তাদের। স্প্যানিশ দৈনিক ‘এএস’-এর অনুমান ১৫ পয়েন্ট পেলে রিয়ালের সরাসরি নকআউটে খেলার সম্ভাবনা ৭০ শতাংশ। শুরুতে পিছিয়ে পড়া কার্লো আনচেলোত্তির দল তাই কিছুটা স্বস্তিতে।
পয়েন্ট তালিকা
অবস্থান | দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | পয়েন্ট |
১ | লিভারপুল | ৬ | ৬ | ০ | ০ | ১৩/১ | ১৮ |
২ | বার্সেলোনা | ৬ | ৫ | ০ | ১ | ২১/৭ | ১৫ |
৩ | আর্সেনাল | ৬ | ৪ | ১ | ১ | ১১/২ | ১৩ |
৪ | লেভারকুসেন | ৬ | ৪ | ১ | ১ | ১২/৫ | ১৩ |
৫ | অ্যাস্টন ভিলা | ৬ | ৪ | ১ | ১ | ৯/৩ | ১৩ |
৬ | ইন্টার মিলান | ৬ | ৪ | ১ | ১ | ৭/১ | ১৩ |
৭ | ব্রেস্ত | ৬ | ৪ | ১ | ১ | ১০/৬ | ১৩ |
৮ | লিল | ৬ | ৪ | ১ | ১ | ১০/৭ | ১৩ |
৯ | ডর্টমুন্ড | ৬ | ৪ | ০ | ২ | ১৮/৯ | ১২ |
১০ | বায়ার্ন মিউনিখ | ৬ | ৪ | ০ | ২ | ১৭/৮ | ১২ |
১১ | আতলেতিকো | ৬ | ৪ | ০ | ২ | ১৪/১০ | ১২ |
১২ | এসি মিলান | ৬ | ৪ | ০ | ২ | ১২/৯ | ১২ |
১৩ | আতালান্তা | ৬ | ৩ | ২ | ১ | ১৩/৪ | ১১ |
১৪ | জুভেন্টাস | ৬ | ৩ | ২ | ১ | ৯/৫ | ১১ |
১৫ | বেনফিকা | ৬ | ৩ | ১ | ২ | ১০/৭ | ১০ |
১৬ | মোনাকো | ৬ | ৩ | ১ | ২ | ১২/১০ | ১০ |
১৭ | স্পোর্তিং সিপি | ৬ | ৩ | ১ | ২ | ১১/৯ | ১০ |
১৮ | ফেইনুর্ড | ৬ | ৩ | ১ | ২ | ১৪/১৫ | ১০ |
১৯ | ক্লাব ব্রুগা | ৬ | ৩ | ১ | ২ | ৬/৮ | ১০ |
২০ | রিয়াল মাদ্রিদ | ৬ | ৩ | ০ | ৩ | ১২/১১ | ৯ |
২১ | সেল্টিক | ৬ | ২ | ৩ | ১ | ১০/১০ | ৯ |
২২ | ম্যানচেস্টার সিটি | ৬ | ২ | ২ | ২ | ১৩/৯ | ৮ |
২৩ | পিএসভি | ৬ | ২ | ২ | ২ | ১০/৮ | ৮ |
২৪ | দিনামো জাগরেব | ৬ | ২ | ২ | ২ | ১০/১৫ | ৮ |
২৫ | পিএসজি | ৬ | ২ | ১ | ৩ | ৬/৬ | ৭ |
২৬ | স্টুটগার্ট | ৬ | ২ | ১ | ৩ | ৯/১২ | ৭ |
২৭ | শাখতার | ৬ | ১ | ১ | ৪ | ৫/১৩ | ৪ |
২৮ | স্পার্তা প্রাগ | ৬ | ১ | ১ | ৪ | ৭/১৮ | ৪ |
২৯ | স্টুর্ম গ্রাৎস | ৬ | ১ | ০ | ৫ | ৪/৯ | ৩ |
৩০ | জিরোনা | ৬ | ১ | ০ | ৫ | ৪/১০ | ৩ |
৩১ | রেড স্টার | ৬ | ১ | ০ | ৫ | ১০/১৯ | ৩ |
৩২ | সালজবুর্গ | ৬ | ১ | ০ | ৫ | ৩/১৮ | ৩ |
৩৩ | বোলোনিয়া | ৬ | ০ | ২ | ৪ | ১/৭ | ২ |
৩৪ | লাইপজিগ | ৬ | ০ | ০ | ৬ | ৬/১৩ | ০ |
৩৫ | ব্রাতিস্লাভা | ৬ | ০ | ০ | ৬ | ৫/২১ | ০ |
৩৬ | ইয়াং বয়েজ | ৬ | ০ | ০ | ৬ | ৩/২২ | ০ |