করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তি বা হিসাব পেশায় নিয়োজিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে এখন থেকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া যাবে।
বৃহস্পতিবার স্বতন্ত্র পরিচালক নিয়োগের নীতিমালার ৪ এর ‘গ’ ও ’ঘ’ ধারায় পরিবর্তন এনে বাংলাদেশ ব্যাংক পরিপত্র জারি করায় এই সুযোগ তৈরি হলো।
পরিপত্রে বলা হয়েছে, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে হলে প্রার্থীর যোগ্যতা হিসেবে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন, হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
তবে, কোনও ব্যাংক-কোম্পানির অথবা ফাইন্যান্স কোম্পানির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা হিসাব পেশায় নিয়োজিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিংবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অথবা কোনও স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠানের নির্বাহী পদে কর্ম অভিজ্ঞতা সম্পন্ন স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তিকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা যাবে।
এ-সংশ্লিষ্ট নীতিমালায় আরও যে পরিবর্তন আনা হয়েছে, তা হলো- সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ বা ব্যবসায় প্রশাসন, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক, আইন পেশায় নিয়োজিত ব্যক্তি, অভিজ্ঞ ব্যাংকার, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা যাবে। তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রাতিষ্ঠানিক বা পেশাগত শিক্ষা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
চলতি বছরের ১৩ মার্চ বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগের পূর্ণাঙ্গ নীতিমালা জারি করে।
ওই নীতিমালার ৪ এর ‘গ’ ধারায় বলা হয়, প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন, হিসাববিজ্ঞান, বিষয়ের স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
এছাড়া ‘ঘ’ ধারায় বলা ছিল, সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ বা ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, আইন ও তথ্যপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক, আইন পেশায় নিয়োজিত ব্যক্তি, হিসাব পেশায় নিয়োজিত হিসাববিজ্ঞান বিষয়ে প্রফেশনাল ডিগ্রিধারী ব্যক্তি, অভিজ্ঞ ব্যাংকার, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা যাবে।