Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

পাকিস্তানের কোচের পদ কেন ছাড়লেন গিলেস্পি

Gillespie-09
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

শেষ পর্যন্ত চলেই গেলেন জেসন গিলেস্পি। একইসঙ্গে প্রমাণ হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দৃঢ়বিশ্বাসের সঙ্গে যে ঘোষণা দিয়েছিল, সেটি ছিল লোকদেখানো। কিছুদিন আগে ক্রিকইনফো ছেপেছিল পাকিস্তান কোচের পদ ছাড়ছেন গিলেস্পি। তখন পিসিবি ওই খবর উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছিল, গিলেস্পিই থাকছেন পাকিস্তানের টেস্ট দলের কোচ। কিন্তু ঘটল উল্টোটা। পাকিস্তানের লাল বলের কোচের পদ ছেড়েছেন গিলেস্পি।

গত কিছুদিন ধরে পিসিবি ও গিলেস্পির মধ্যে বিরোধ চলছিল। এর রেশ ধরে সাবেক অস্ট্রেলিয়ান পেসার পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানান। শুক্রবার অ্যাডিলেড সময় ভোর ৬টায় দক্ষিণ আফ্রিকাগামী বিমানের ফ্লাইট ছিল গিলেস্পির। তবে পিসিবিকে এই কোচ জানিয়ে দেন, তিনি দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন না।

সাম্প্রতিক সময়ে পিসিবির সঙ্গে যে বিরোধ চলছিল গিলেস্পির, সেটি চূড়ান্ত সমাপ্তি ঘটল তার পদত্যাগের মাধ্যমে। তিনি সরে দাঁড়ানোয় পাকিস্তানের টেস্ট দলের অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন আকিব জাভেদ। সাবেক এই ক্রিকেটার আগে থেকেই আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের কোচের দায়িত্বে।

ক্রিকইনফোর খবর, পাকিস্তানের হাই-পারফরম্যান্স লাল বলের দলের কোচ টিম নিয়েলসেন সঙ্গে পিসিবি চুক্তি নবায়ন না করার কারণেই চাকরি ছাড়লেন গিলেস্পি। হাই-পারফরম্যান্সের পাশাপাশি তিনি গিলেস্পির সহকারী হিসেবেও কাজ করেছেন। নিয়েলসেনের সঙ্গে কেন চুক্তি নবায়ন করা হচ্ছে না কিংবা তাকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে- টেস্ট দলের কোচ হিসেবে এটা জানার কথা গিলেস্পির। কিন্তু তিনি কিছুই জানতেন না।

গিলেস্পি এটার প্রতিবাদ জানালে পিসিবির সঙ্গে বিরোধ তৈরি হয়। যেকারণে আরও আগেই ছাপা হয়, পাকিস্তানের লাল বলের কোচের দায়িত্বে থাকছেন না গিলেস্পি। কিন্তু পিসিবি সেসময় জানিয়েছিল, দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ান কোচই থাকছেন দায়িত্বে।

দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট। ৩ জানুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে কেপ টাউনে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত