Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

কবি হেলাল হাফিজ আর নেই

helala-hafiz
[publishpress_authors_box]

চলে গেলেন বিখ্যাত পঙক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ এর স্রষ্টা কবি হেলাল হাফিজ। শুক্রবার শাহবাগের সুপার হোম হোস্টেলে তিনি মারা যান।

কবিকে পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মৃত অবস্থায় আনা হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান।

জনকণ্ঠ জানিয়েছে, বেলা সোয়া দুইটার দিকে সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় ৮২ বছর বয়সী হেলাল হাফিজকে। পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। রক্ত বের হচ্ছিল মাথা থেকে।

হেলাল হাফিজ পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়ে। বইটি প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে। বইটির কবিতাগুলো লেখা হয়েছিল ১৯৬৯ থেকে ১৯৮৫ সালের মধ্যে।

‘যে জলে আগুন জ্বলে’ বইতে একই শিরোনামে কবিতাও আছে। কবিতাটির জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এছাড়া ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় তার লেখা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতাটি পাঠকের রন্ধ্রে রন্ধ্রে আগুন জ্বেলেছিল।

দীর্ঘসময় নিজেকে অনেকটা আড়ালে সরিয়ে নিয়েছিলেন হেলাল হাফিজ। আড়াই দশক পর ২০১২ সালে তিনি পাঠকদের জন্য আনেন দ্বিতীয় বই ‘কবিতা একাত্তর’। তৃতীয় ও সর্বশেষ বই ‘বেদনাকে বলেছি কেঁদোনা’ প্রকাশিত হয় ২০১৯ সালে।

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় হেলাল হাফিজের জন্ম হয়। ‌১৯৬৫ সালে তিনি নেত্রকোনা দত্ত হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে নেত্রকোনা কলেজ থেকে তিনি এইচএসসি পাস করেন। ওই বছরই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৭২ সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক ‘পূর্বদেশে’ সাংবাদিকতায় যোগ দেন।

১৯৭৫ সাল পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য-সম্পাদক। ১৯৭৬ সালের শেষ দিকে তিনি দৈনিক ‘দেশ’ পত্রিকার সাহিত্য-সম্পাদক পদে যোগদান করেন।

কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এছাড়া তিনি পেয়েছেন- যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৬), আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার (১৯৮৭), নেত্রকোনা সাহিত্য পরিষদের কবি খালেকদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত