Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

দুঃসময়ে থাকা সাকিবের জন্য আরও দুঃসংবাদ

কাউন্টির সেই ম্যাচে বল করছেন সাকিব।
কাউন্টির সেই ম্যাচে বল করছেন সাকিব।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশের প্রেক্ষাপটে চারিদিক থেকেই দুঃসময় ঘিরে রেখেছে সাকিব আল হাসানকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দেশের মাটিতে পা পড়েনি এই অলরাউন্ডারের।

হত্যা মামলার চার্জশিটে তার নাম উঠেছে। ব্যাংক অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছে। এবার বোলিং অ্যাকশন হলো প্রশ্নবিদ্ধ। কারণ বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ইংল্যান্ডে সাকিবের বোলিং নিষিদ্ধ করা হয়েছে।  

বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র ও কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছিলেন সাকিব। ওই সময় দেশে ছাত্র বিপ্লবে সরকার পতন হয়। বিগত আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য হওয়ায় সাকিব বাংলাদেশে এখন আর শুধু একজন ক্রিকেটার নন।

কঠিন সময়ে নতুন দুঃসংবাদ হজম করতে হলো তাকে। সাকিব এখন খেলছেন শ্রীলঙ্কার টি-১০ লিগে। জানতে পেরেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত যে কোন টুর্নামেন্টে আর বোলিং করতে পারবেন না তিনি।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টির একটি ম্যাচ খেলেন সাকিব। ওই ম্যাচে মোট ৯ উইকেট পেয়েছিলেন। কিন্তু আম্পায়ার তার বোলিং অ্যাকশনকে সন্দেহ করে ইসিবিতে অভিযোগ তোলে। নিয়ম অনুযায়ী সাকিবকে নিজের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে পরীক্ষা দিতে হতো।

চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব।

বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয় সাকিবকে। ২৪ ডেলিভারি বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়টি সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পেয়েছে। সাকিবের হাত নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যাচ্ছিল বেশি সময়।

তাই সাকিবের বোলিং ইংল্যান্ডে নিষিদ্ধ। সামনে কাউন্টি বা অন্য কোন টুর্নামেন্টে খেলতে গেলে শুধু ব্যাটার হিসেবেই খেলবেন এই অলরাউন্ডার। তবে আইসিসির কোন সিরিজ বা টুর্নামেন্টে ইংল্যান্ডের মাটিতে বোলিং করতে বাধা নেই।

কিন্তু দুশ্চিন্তা কি তবে শেষ হবে? মোটেও না। সাকিবের বোলিং এখন যে কোন টুর্নামেন্টেই আম্পায়ারদের তীক্ষ্ণ নজরে থাকবে। এক দেশের নিষিদ্ধ হওয়ায় অন্য দেশের আম্পায়াররাও সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন তুলতে পারেন। তখন বারবার যে টুর্নামেন্টের আম্পায়াররা প্রশ্ন তুলবেন সে দেশে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে সাকিবকে।

দুশ্চিন্তা আরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে। সাকিব আপাতত বাংলাদেশ দলের হয়ে খেলছেন না। তবে সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে যদি দলে রাখা হয় সেখানেও বিশেষজ্ঞ আম্পায়াররা সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন তুলতে পারেন।

তার মানে ঘোর অমানিশায় ডুবে থাকা ক্রিকেটার সাকিবের আলোর রশ্নি দেখার সম্ভাবনা আপাতত ক্ষীণ থেকে ক্ষীণতর। আন্তর্জাতিকে ক্রিকেটে ফেরার আগেই বোলার সাকিব না হারিয়ে যান!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত