Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

‘মারাদানি থ্রি’ নিয়ে ফিরছেন রানি মুখার্জি

Rani Mukhaerji Mardaani
[publishpress_authors_box]

বহুল প্রতীক্ষিত মারদানি থ্রি মুক্তির ঘোষণা দিয়েছে ইয়াশ রাজ ফিল্মস। এই পুলিশ থ্রিলার ফ্র্যাঞ্চাইজে রানি মুখার্জি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এর আগের দুটি সিক্যুয়েলও বক্স অফিসে সাড়া ফেলেছিল।

তবে সে জন্য ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলিউড অনুরাগীদের। প্রযোজনা প্রতিষ্ঠানটির ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে এই ঘোষণা আসে শুক্রবার, মারদানি টু সিনেমার বর্ষপূর্তির দিন।

জানা গেছে, ২০২৫ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি।

ইয়াশ রাজ ফিল্মস তাদের ওই ইন্সটাগ্রাম পোস্টে একটি পোস্টার প্রকাশ করে। পোস্টারের ক্যাপশনে লেখা, “অপেক্ষার হলো অবসান!। রানি মুখার্জি ফিরে আসছেন সাহসী শিবানি শিবাজি রায় চরিত্রে। ২০২৬ সালে দেখা হবে সিনেমা হলে”

সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে রানি মুখার্জি ইন্ডিয়া টুডেকে বলেন, “আমি অত্যন্ত রোমাঞ্চিত যে ২০২৫ সালের এপ্রিলে আমরা মারদানি থ্রি এর শুটিং শুরু করতে যাচ্ছি! পুলিশের ইউনিফর্মে কোন চরিত্রে কাজ করা আমার জন্য সবসময় বিশেষ কিছু। এই চরিত্র ভালোবাসা দিয়েছে। খুব গর্ব হচ্ছে এই ভেবে যে আবারও এই চরিত্রে অভিনয় করছি।”

তিনি আরও বলেন, “আমরা যখন মারদানি থ্রি নির্মাণের পরিকল্পনা শুরু করি, তখন আমাদের লক্ষ্য ছিল এমন একটি চিত্রনাট্যে কাজ করা, যা মারদানি ফ্র্যাঞ্চাইজির সিনেমা দেখার অভিজ্ঞতাকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। তেমন কিছুই আমরা পেয়েছি। আশায় আছি সিনেমা হলে মারদানি থ্রি দেখার পর দর্শকদেরও একইরকম অভিজ্ঞতা হবে।”

রানি আরও বলেন, “মারদানি একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ। ফলে দর্শকদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। মারদানি থ্রি ডার্ক, ভয়ংকর এবং নির্মম। দর্শকদের প্রতিক্রিয়া জানতে আমি তাকিয়ে আছি। আশা করছি, এই সিনেমাটিকেও তারা আগের মতোই ভালোবেসে বরণ করে নেবেন।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত