অবসর ভেঙেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একসঙ্গে ফিরেছিলেন ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির। তারা অবসরও নিলেন একসঙ্গে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো যায়নি ইমাদের। ৩ ম্যাচে নিয়েছিলেন কেবল ৩ উইকেট, ব্যাট হাতে করেন ১৯ রান।
মোহাম্মদ আমির ছিলেন পাকিস্তানের সেরা বোলার। মাত্র ১০.২৮ গড়ে ৪ ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। বিশ্বকাপের পর ইমাদ বা আমির-কেউ আর ডাক পাননি জাতীয় দলে।
জাতীয় দলে নিজেদের আর ভবিষ্যৎ না দেখায় আবারও অবসর নিলেন দুজন। শুক্রবার ইমাদ জানিয়েছিলেন অবসরের কথা। আজ (শনিবার) আমিরও ‘এক্স’-এ দিলেন অবসরের ঘোষণা।
আমির লিখেছেন, ‘‘ভেবেচিন্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলি কখনই সহজ নয় তবে অনিবার্য। আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য ব্যাটন হাতে নেওয়া আর পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় উন্নীত করার এটাই সঠিক সময়।’’
স্পট ফিক্সিং কান্ডে ক্যারিয়ারের লম্বা একটা সময় নিষিদ্ধ ছিলেন আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পরও দেখিয়েছিলেন আগের ঝলক। তবে নিজেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ৩২ বছর বয়সে।
পাকিস্তানের হয়ে ৩৬ টেস্টে ১১৯ উইকেট, ৬১ ওয়ানডেতে ৮১ উইকেট আর ৬২ টি-টোয়েন্টিতে ৭১ উইকেট নিয়েছেন আমির।
২০২০ সালের শেষ দিকে তখনকার টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ দেখিয়ে অবসর নেওয়া আমির পাকিস্তান দলে ফেরেন এ বছরের এপ্রিলে। জুন পর্যন্ত তিন মাসে খেলেন ১২ টি-টোয়েন্টি, নেন ১২ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর পাকিস্তান দলে জায়গা হারান আমির।
৩৬ বছর ছুঁই ছুঁই ইমাদ ওয়াসিম পাকিস্তানের হয়ে খেলেছেন ৫৫ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি। ওয়ানডেতে করেছেন ৯৮৬ রান উইকেট নিয়েছেন ৪৪টি। টি-টোয়েন্টিতে ৫৫৪ রানের পাশাপাশি তার উইকেট ৭৩টি।