Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

আইএমডিবির তালিকার শীর্ষে এই সপ্তাহে ‘উইকেড’

Wicked (1)
[publishpress_authors_box]

ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) অনলাইনে বিশ্বের সবচেয়ে বড় সিনেমার তথ্যভাণ্ডার। এখান থেকে জানা যায় বিশ্বের কোনো সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবি নিয়মিত সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে। এই সপ্তাহের সেরা ৫ সিনেমার তালিকা দেখে নিতে পারেন এক নজরে।


উইকেড

রূপকথার গল্প নিয়ে আলোচিত সিনেমা উইকেড এই তালিকায় শীর্ষ রয়েছে। সিনেমাটির রেটিং ৮.১। এটি ৮২তম গোল্ডেন গ্লোবেও সেরা সিনেমা হিসেবে মনোনয়ন পেয়েছে।


মোয়ানা টু

মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে মোয়ানা টু অ্যানিমেটেড মুভি। বক্স অফিসেও রেকর্ড গড়েছে। সিনেমাটি ৭.১ রেটিং নিয়ে জনপ্রিয়তার শীর্ষে ২ নম্বরে রয়েছে।


গ্যাডিয়েটর টু

দুই যুগ আগে মুক্তি পাওয়া রিডলি স্কটের গ্লাডিয়েটর এ ছিল অ্যাকশন আর আবেগের মিশেল। ২৪ বছর পর এলো ছবির সিক্যুয়েল গ্লাডিয়েটর টু। প্রথম কিস্তিতে রাসেল ক্রো, হোয়াকিন ফিনিক্সের মতো অভিনেতাদের দেখা গিয়েছিল। এবার প্রধান চরিত্রে আলোচিত ব্রিটিশ অভিনেতা পল মেসক্যাল। এ ছাড়া আছেন পেড্রো প্যাসক্যাল, ডেনজেল ওয়াশিংটন প্রমুখ। সিনেমাটির রেটিং ৮.১।


নসফেরাতু

মুক্তি পাওয়ার আগেই এই আলোচনায় এই হরর ফিল্ম, যার কাহিনি এক যুবতী এবং এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের মধ্যকার অদ্ভুত আবেগময় সম্পর্ক নিয়ে। আসছে ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে নসফেরাতু


দ্য সাবস্ট্যান্স

আইএমডিবি-তে ৭.৪ রেটিং নিয়ে তালিকার পঞ্চম স্থানে ডেমি মুর অভিনীত দ্য সাবস্ট্যান্স । সিনেমার কাহিনি এগোয় এক পড়তি তারকাকে নিয়ে যে কিনা কালোবাজারে এক ওষুধের সন্ধান পায় যা দিয়ে সাময়িক ভাবে নিজেকে তরুণ আর কমবয়সী বানানো যায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত