Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

ছিনতাই বেড়েছে, তবে এলার্মিং না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Home-Adviser
[publishpress_authors_box]

রাজধানীতে ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে তা ‘উদ্বেগজনক নয়’।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পঞ্চম সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করতে হবে। ছিনতাইরোধে রাজধানীতে শেষ রাতে পুলিশের টহল বাড়াতে হবে। কারণ, রাজধানীতে ছিনতাই বেড়ে গেছে।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় রয়েছে, সেখান থেকে আরও উন্নতি করতে হবে এবং আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসসহ বড়দিন, থার্টি ফার্স্ট নাইট যেন ভালোভাবে উদযাপন করতে পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে।”

এসব দিবসে কোনও নাশকতার শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে।”

আইনশৃঙ্খলার কোথায় অবনতি দেখছেন- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ছিনতাই বেড়ে গেছে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে পুলিশিংটা বাড়ানোর জন্য।”

তিনি বলেন, শেষ রাতের দিকে পুলিশ যখন কিছুটা ঝিমিয়ে পড়ে, তখন ছিনতাইগুলো হয়। এজন্য শেষরাতে পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এক প্রশ্নে তিনি বলেন, ‘সারা দেশে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। এটি অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট সরকারের যারা আছে, মিছিল করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এসব ঘটনায় যাদের নামে মামলা আছে, তাদের গ্রেপ্তার করা হবে। কেউ কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সেসব প্রতিহত করবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত